বউকে বলে গেলে কাজে যাচ্ছ।

কিন্তু গেলে তার বান্ধবীর বাসায়, যার স্বামী একজন সৈনিক।

সৈনিকটি ওসময়েই বাড়ি ফিরলো, তুমি লুকিয়ে পড়লে খাটের তলায়।

সে তার স্ত্রীকে বাজারে পাঠালো প্রিয় খাবার কিনে আনতে।

তুমি খাটের তলায়।

শুনতে পেলে, সৈনিক ফোনে তাড়াতাড়ি আসতে বলছে কোনো এক মহিলাকে।

মহিলা এলো।

বাজারে না-গিয়ে তখনই ফিরে এলো সৈনিকের বউ, জামায় ময়লা লেগেছে, পাল্টাবে।

দরজা খোলার আগে, লোকটা মহিলাটিকে খাটের তলায় লুকিয়ে পড়তে বললো।

তুমি খাটের তলায়।

মহিলাও ঢুকে পড়লো, খাটের তলায়।

সে তোমার বউ।

দু'জনে দু'জনের দিকে তাকিয়ে রইলে খরগোশের মতো।

একে, স্কুলে আমরা বলতাম— পুণর্মিলনী।
সামাজিক ক্ষেত্রে এর নাম— গেট্টুগেদার।
অঙ্কে একে আমরা বলি— সিমাল্টেনিয়াস ইকুয়েশন।
সাইকোলজিতে এই পরিস্থিতিকে বলা হয়— সবকিছু ফিরে আসে।
কেমিস্ট্রিতে এটি— চেইন রিয়েকশান।
ইকোনোমিক্সে একে বলে— ডিমান্ড এণ্ড সাপ্লাই।
ফিজিক্সে এরই নাম— নিউক্লিয়ার ফিউশান।

তুমি এখন কেমন আছ?
বউকে বলে গেলে কাজে যাচ্ছ। কিন্তু গেলে তার বান্ধবীর বাসায়, যার স্বামী একজন সৈনিক। সৈনিকটি ওসময়েই বাড়ি ফিরলো, তুমি লুকিয়ে পড়লে খাটের তলায়। সে তার স্ত্রীকে বাজারে পাঠালো প্রিয় খাবার কিনে আনতে। তুমি খাটের তলায়। শুনতে পেলে, সৈনিক ফোনে তাড়াতাড়ি আসতে বলছে কোনো এক মহিলাকে। মহিলা এলো। বাজারে না-গিয়ে তখনই ফিরে এলো সৈনিকের বউ, জামায় ময়লা লেগেছে, পাল্টাবে। দরজা খোলার আগে, লোকটা মহিলাটিকে খাটের তলায় লুকিয়ে পড়তে বললো। তুমি খাটের তলায়। মহিলাও ঢুকে পড়লো, খাটের তলায়। সে তোমার বউ। দু'জনে দু'জনের দিকে তাকিয়ে রইলে খরগোশের মতো। একে, স্কুলে আমরা বলতাম— পুণর্মিলনী। সামাজিক ক্ষেত্রে এর নাম— গেট্টুগেদার। অঙ্কে একে আমরা বলি— সিমাল্টেনিয়াস ইকুয়েশন। সাইকোলজিতে এই পরিস্থিতিকে বলা হয়— সবকিছু ফিরে আসে। কেমিস্ট্রিতে এটি— চেইন রিয়েকশান। ইকোনোমিক্সে একে বলে— ডিমান্ড এণ্ড সাপ্লাই। ফিজিক্সে এরই নাম— নিউক্লিয়ার ফিউশান। তুমি এখন কেমন আছ?
Haha
Like
4
0 Commenti 0 condivisioni 436 Views 0 Anteprima