কিছুক্ষন আগে খুব দামাদামি করলাম।।
বারিধারা তে বাড়ি বিক্রি হবে ১৮ কোটি টাকায়।।
আমি ১৫ কোটি পর্যন্ত বললাম।।
উনি বললেন ভাই পরে কিন্তু আফসোস করবেন। মাত্র এক কোটির জন্য কিনলেন না! ১৬ কোটি দারুন অফার ছিলো।।
আমি বললাম আপনিও ১৫ কোটিতে বিক্রি না করে পরে আফসোস করবেন। দারুন অফার ছিলো! তাও পুরাই ক্যাশ।
ভাববেন লক্ষ্মী কাস্টমার হাতছাড়া হয়ে গেলো!
ব্যাটা কিছুক্ষন আগে থেকে ফোন করা শুরু করেছে।। সে রাজি।। আমি আর ফোন ধরি না।। থাকুক ব্যাটা টেনশনে।।
এদিকে ক্রেডিট কার্ডের দুই হাজার টাকা দিতে পারছি না দেখে ওরা ফোন দিচ্ছে।।
সে আরেক টেনশন।। আমার টেনশন আরেকজনকে ট্রান্সফার করে দিলাম।
আমার দুই হাজার টাকার টেনশন ঐ ব্যাটার ১৫ কোটি টাকার টেনশন!
তবে নিচের বাড়িটা বিক্রি করা হবে।
___________________________________
দাম ৩ কোটি ৭০ লাখ
জমির পরিমাণ আড়াই কাঠা
পাঁচ তালা কমপ্লিট
২ ইউনিটের বাড়ি
গ্যাস পানি বিদ্যুৎ বৈধ
ভাড়া আসে ১ লক্ষ ৪০ হাজার টাকা রাস্তা বিশ ফিট
এই বাড়িটি হলো ঢাকা উত্তরা
আজমপুর রেল লাইনের পর
মুক্তিযোদ্ধা রোডে। ০১৬০৩৭২৮৭২২
কিছুক্ষন আগে খুব দামাদামি করলাম।। বারিধারা তে বাড়ি বিক্রি হবে ১৮ কোটি টাকায়।। আমি ১৫ কোটি পর্যন্ত বললাম।। উনি বললেন ভাই পরে কিন্তু আফসোস করবেন। মাত্র এক কোটির জন্য কিনলেন না! ১৬ কোটি দারুন অফার ছিলো।। আমি বললাম আপনিও ১৫ কোটিতে বিক্রি না করে পরে আফসোস করবেন। দারুন অফার ছিলো! তাও পুরাই ক্যাশ। ভাববেন লক্ষ্মী কাস্টমার হাতছাড়া হয়ে গেলো! ব্যাটা কিছুক্ষন আগে থেকে ফোন করা শুরু করেছে।। সে রাজি।। আমি আর ফোন ধরি না।। থাকুক ব্যাটা টেনশনে।। এদিকে ক্রেডিট কার্ডের দুই হাজার টাকা দিতে পারছি না দেখে ওরা ফোন দিচ্ছে।। সে আরেক টেনশন।। আমার টেনশন আরেকজনকে ট্রান্সফার করে দিলাম। আমার দুই হাজার টাকার টেনশন ঐ ব্যাটার ১৫ কোটি টাকার টেনশন! ⬇️ তবে নিচের বাড়িটা বিক্রি করা হবে। ___________________________________ দাম ৩ কোটি ৭০ লাখ জমির পরিমাণ আড়াই কাঠা পাঁচ তালা কমপ্লিট ২ ইউনিটের বাড়ি গ্যাস পানি বিদ্যুৎ বৈধ ভাড়া আসে ১ লক্ষ ৪০ হাজার টাকা রাস্তা বিশ ফিট এই বাড়িটি হলো ঢাকা উত্তরা আজমপুর রেল লাইনের পর মুক্তিযোদ্ধা রোডে। 📞 ০১৬০৩৭২৮৭২২
Like
Haha
Love
8
0 Commentarios 0 Acciones 1K Views 0 Vista previa