দেশলাই বাক্সে বিয়ের কার্ডের অভিনব বিয়ে বলিউড তারকার!
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেশলাই বাক্সের আদলে তৈরি একটি বিয়ের কার্ডের ছবি ভাইরাল হয়েছে। যেখানে বর ও কনের ছবিতে দেখা যাচ্ছে বলিউড তারকা আলি ফজল ও রিচা চাড্ডাকে। গুঞ্জন উঠেছে অক্টোবরের ৪ তারিখ বিয়ে করছে এই দুই তারকা, আর সে বিয়েরই সাক্ষী ভিন্নধর্মী এই বিয়ের কার্ড।
ভাইরাল হওয়া সেই বিয়ের কার্ড এরই মধ্যে নেটদুনিয়ায় বেশ প্রশংসিত হয়েছে। দেশলাই বাক্সের আদলে সেই কার্ডের ছবিতে দেখা যাচ্ছে বর-কনে...