বয়কট মুভমেন্ট একটা অন্যরকম জায়গায় পৌঁছে গেছে। গতকাল রাতে কোল্ড ড্রিংস কিনতে গিয়ে দেখি মোজো সহ সব দেশী প্রোডাক্ট সোল্ড আউট। কোক স্প্রাইট অনেক আছে, কিন্তু বিক্রি খুবই কম। পরে খুঁজে এক দোকানে আরসি আর নতুন একটা ব্র‍্যান্ড পাইলাম, মোড়কটা দেখতে কোকের মতো। দোকানদার যখন দিতেসিলো, বললাম ভাই কোক দিয়েন না। দোকানদার বললো কোক, পেপসি রাখি না; এইটা পারটেক্সের।
আর দাদাদের প্রোডাক্টের অবস্থা যে কোন সুপার শপে গেলেই বুঝবেন। দাদাদের চিহ্নিত সব পণ্যে খালি অফার আর অফার। আমাদের ফ্যামিলি বুঝ হওয়ার পর থেকে দেখছি রূপচাঁদা সয়াবিন খায়। কোনো দোকানে রূপচাঁদা না থাকলে আমরা দুই চার দোকান খুঁজে রূপচাঁদা বের করতাম। রূপচাঁদা আমি জীবনে কখনো ছাড় দিয়ে বেচতে দেখি নাই। কয়েকদিন আগে স্বপ্নে গিয়ে দেখি রূপচাঁদায় ছাড় আর রুপচাঁদা বাদে কিছু নাই(স্বপ্ন ইচ্ছে করেই হয়তো রূপচাঁদা বাদে কিছু রাখে নাই)। পরে সয়াবিন না কিনে ফিরে আসছি, অন্য দোকান থেকে পুষ্টি নিসি।
মজলুমদেরও পক্ষেও অনেক সময় একতাবদ্ধ হয়ে শক্তিশালী প্রতিবাদ করা সম্ভব। বয়কটে কিছুই হবে না, অথবা আমি একা না কিনলে কি যাবে আসবে; এই ধারণা থেকে বের হয়ে আসুন। আপনি, আমি মিলেই কোটি মানুষ। চলমান বয়কট আন্দোলন অনেক হিসেব নিকেশ চেঞ্জ করে দিবে বলে আমার বিশ্বাস। আপনাকে খুব বড় কোনো ঝুঁকি নিতে কেউ বলছে না। জীবনের ঝুঁকি নিয়ে মিছিল, মিটিং করতে হবে না, আন্দোলনে গিয়ে গুম, খুন হতে হবে না। শুধু একটু দেখে কিনুন। যারা আপনার অধিকারকে রুদ্ধ করে কিংবা আপনার ভাইয়ের বুকে গুলি চালায় তাদের কাউরে ফাইন্যান্স করতেসেন কি না, এই হিসাব মিলিয়ে কিনুন।
বয়কট মুভমেন্ট একটা অন্যরকম জায়গায় পৌঁছে গেছে। গতকাল রাতে কোল্ড ড্রিংস কিনতে গিয়ে দেখি মোজো সহ সব দেশী প্রোডাক্ট সোল্ড আউট। কোক স্প্রাইট অনেক আছে, কিন্তু বিক্রি খুবই কম। পরে খুঁজে এক দোকানে আরসি আর নতুন একটা ব্র‍্যান্ড পাইলাম, মোড়কটা দেখতে কোকের মতো। দোকানদার যখন দিতেসিলো, বললাম ভাই কোক দিয়েন না। দোকানদার বললো কোক, পেপসি রাখি না; এইটা পারটেক্সের। আর দাদাদের প্রোডাক্টের অবস্থা যে কোন সুপার শপে গেলেই বুঝবেন। দাদাদের চিহ্নিত সব পণ্যে খালি অফার আর অফার। আমাদের ফ্যামিলি বুঝ হওয়ার পর থেকে দেখছি রূপচাঁদা সয়াবিন খায়। কোনো দোকানে রূপচাঁদা না থাকলে আমরা দুই চার দোকান খুঁজে রূপচাঁদা বের করতাম। রূপচাঁদা আমি জীবনে কখনো ছাড় দিয়ে বেচতে দেখি নাই। কয়েকদিন আগে স্বপ্নে গিয়ে দেখি রূপচাঁদায় ছাড় আর রুপচাঁদা বাদে কিছু নাই(স্বপ্ন ইচ্ছে করেই হয়তো রূপচাঁদা বাদে কিছু রাখে নাই)। পরে সয়াবিন না কিনে ফিরে আসছি, অন্য দোকান থেকে পুষ্টি নিসি। মজলুমদেরও পক্ষেও অনেক সময় একতাবদ্ধ হয়ে শক্তিশালী প্রতিবাদ করা সম্ভব। বয়কটে কিছুই হবে না, অথবা আমি একা না কিনলে কি যাবে আসবে; এই ধারণা থেকে বের হয়ে আসুন। আপনি, আমি মিলেই কোটি মানুষ। চলমান বয়কট আন্দোলন অনেক হিসেব নিকেশ চেঞ্জ করে দিবে বলে আমার বিশ্বাস। আপনাকে খুব বড় কোনো ঝুঁকি নিতে কেউ বলছে না। জীবনের ঝুঁকি নিয়ে মিছিল, মিটিং করতে হবে না, আন্দোলনে গিয়ে গুম, খুন হতে হবে না। শুধু একটু দেখে কিনুন। যারা আপনার অধিকারকে রুদ্ধ করে কিংবা আপনার ভাইয়ের বুকে গুলি চালায় তাদের কাউরে ফাইন্যান্স করতেসেন কি না, এই হিসাব মিলিয়ে কিনুন।
Like
Love
34
0 التعليقات 0 المشاركات 1511 مشاهدة 0 معاينة