প্রতিনিয়ত অনেক কিছুই ঘটে কিন্তু আগের মত লিখতে মন চায় না।তবে এই টপিকে না লিখে পারছি না।
চট্রগ্রাম থেকে আসার পথে যখন কুমিল্লা বিজয়পুরের কাছাকাছি তখন এই গাড়িটা নজরে পরলো, বেস কিছুক্ষণ খেয়াল করলাম দেখলাম যে এই মাঝ দুপু্রের (৩টা) রোদটায় মেয়েটা অনেক অস্বস্তিতে আছে।
আমারা যে গাড়ির ভেতর তাও অনেক বেশি গরম লাগছিলো এসি না চালানোর জন্য, এই মেয়েতো এই ভর দুপুরে রোদে বসে আছে।
তো আমি আর আমার ড্রাইভার আঙ্কেল ডিসকাসড করতেছিলাম-গাড়ির ভেতর মেয়েটাকে বসালে কি হত,জায়গা না থাকলে একটু চাপাচাপি করে বসে হলেও জায়গা দিতো।
এ পযন্ত ঠিক ছিল।
কিন্তু আমাদের গাড়ি যখন এ গাড়িকে ক্রস করলো,গাড়ির ভেতরের দিকে তাকাই তো আমি পুরাই অবাক। ড্রাইভার একা বসা, পেছনে একজন ভদ্র মহিলা একা বসে ফোন চাপছে (এসিতে)। অথচ এই গাড়িতে ৫ জন বসা যাবে আরামসে। ড্রাইভারের পাশের সিটেও কি মেয়েটার জায়গা হয় নাই?
মনে হচ্ছিলো সরকারি কোনো কর্মকর্তা।শিক্ষিতই হবে।তবে এমন শিক্ষার মানে কি যেটা মানুষকে মানুষ মনে করাতে পারে না
প্রতিনিয়ত অনেক কিছুই ঘটে কিন্তু আগের মত লিখতে মন চায় না।তবে এই টপিকে না লিখে পারছি না। চট্রগ্রাম থেকে আসার পথে যখন কুমিল্লা বিজয়পুরের কাছাকাছি তখন এই গাড়িটা নজরে পরলো, বেস কিছুক্ষণ খেয়াল করলাম দেখলাম যে এই মাঝ দুপু্রের (৩টা) রোদটায় মেয়েটা অনেক অস্বস্তিতে আছে। আমারা যে গাড়ির ভেতর তাও অনেক বেশি গরম লাগছিলো এসি না চালানোর জন্য, এই মেয়েতো এই ভর দুপুরে রোদে বসে আছে। তো আমি আর আমার ড্রাইভার আঙ্কেল ডিসকাসড করতেছিলাম-গাড়ির ভেতর মেয়েটাকে বসালে কি হত,জায়গা না থাকলে একটু চাপাচাপি করে বসে হলেও জায়গা দিতো। এ পযন্ত ঠিক ছিল। কিন্তু আমাদের গাড়ি যখন এ গাড়িকে ক্রস করলো,গাড়ির ভেতরের দিকে তাকাই তো আমি পুরাই অবাক। ড্রাইভার একা বসা, পেছনে একজন ভদ্র মহিলা একা বসে ফোন চাপছে (এসিতে)। অথচ এই গাড়িতে ৫ জন বসা যাবে আরামসে। ড্রাইভারের পাশের সিটেও কি মেয়েটার জায়গা হয় নাই? মনে হচ্ছিলো সরকারি কোনো কর্মকর্তা।শিক্ষিতই হবে।তবে এমন শিক্ষার মানে কি যেটা মানুষকে মানুষ মনে করাতে পারে না🙂
Like
Love
Sad
17
0 Σχόλια 0 Μοιράστηκε 353 Views 0 Προεπισκόπηση