কোন একটা রেস্তোরাঁয় খেতে গেছিলাম, সেখানে জল চাইলে এই রকম বোতলে জল দেয়। বিল দিতে দেখি, এক এক বোতল একশো দশ টাকা প্লাস ট্যাক্স! বোতলগুলো বেশ সুদৃশ্য।

ফেরার সময় বগলদাবা করে বাড়ি নিয়ে এলাম। বউ-মেয়ে তো লজ্জায় ধরবেই না, ফলে আমি একাই কুলির মতো এক এক বগলে তিনটে করে হাফ ডজন বোতল তুলে নিলাম।

এখন দেখি বাড়িতে এই বোতল থেকে জল খেতে এদের লজ্জা করছে না।
কোন একটা রেস্তোরাঁয় খেতে গেছিলাম, সেখানে জল চাইলে এই রকম বোতলে জল দেয়। বিল দিতে দেখি, এক এক বোতল একশো দশ টাকা প্লাস ট্যাক্স! বোতলগুলো বেশ সুদৃশ্য। ফেরার সময় বগলদাবা করে বাড়ি নিয়ে এলাম। বউ-মেয়ে তো লজ্জায় ধরবেই না, ফলে আমি একাই কুলির মতো এক এক বগলে তিনটে করে হাফ ডজন বোতল তুলে নিলাম। এখন দেখি বাড়িতে এই বোতল থেকে জল খেতে এদের লজ্জা করছে না।
Like
18
0 Yorumlar 0 hisse senetleri 167 Views 0 önizleme