বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি
বড়শিতে আটকানোর আগে যদি মাছকে বোঝানো হতো উপরে মানুষ আছে।

মানুষের কাছে দা,বটি,ছাই,হলুদ,মরিচ,লবন
কড়াই,গরম তেল, আগুন আছে..! যাতে করে তাকে ফ্রাই করা হবে।
তখন মাছ কখনো বিশ্বাস করতেন না..
করলে এই বড়শির ধারের কাছেও আসতো না।

_তেমনি আমাদেরকেও বার বার সতর্ক করা হচ্ছে, মৃত্যুর পর কবরের আজাব, হাশরের মাঠ, পুলসিরাত, জান্নাত-জাহান্নাম আছে..☝🏻
আমরা বিশ্বাস করি না,যদি করতাম তাহলে আমাদের চরিত্র কখনো এতটা কুৎসিত হতো না। আমরা হতাম পবিত্র মানুষ।
-আমরা ঘুষ,সুদ, হারাম আয় থেকে দূরে থাকতাম। অবৈধ প্রেম ভালোবাসা, পরকীয়া,শিরক ও বিদআত থেকে দূরে থাকতাম।
__এই মাছটির মতো আমাদেরও একদিন সত্যের মুখোমুখি হতে হবে নিশ্চিত জেনে রাখুন..!

আল্লাহ আপনি আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন.

🏻🤲🏻আমিন🤲
বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি বড়শিতে আটকানোর আগে যদি মাছকে বোঝানো হতো উপরে মানুষ আছে। মানুষের কাছে দা,বটি,ছাই,হলুদ,মরিচ,লবন কড়াই,গরম তেল, আগুন আছে..! যাতে করে তাকে ফ্রাই করা হবে।🔥 তখন মাছ কখনো বিশ্বাস করতেন না..🚫 করলে এই বড়শির ধারের কাছেও আসতো না। _তেমনি আমাদেরকেও বার বার সতর্ক করা হচ্ছে, মৃত্যুর পর কবরের আজাব, হাশরের মাঠ, পুলসিরাত, জান্নাত-জাহান্নাম আছে..☝🏻 আমরা বিশ্বাস করি না,যদি করতাম তাহলে আমাদের চরিত্র কখনো এতটা কুৎসিত হতো না। আমরা হতাম পবিত্র মানুষ। -আমরা ঘুষ,সুদ, হারাম আয় থেকে দূরে থাকতাম। অবৈধ প্রেম ভালোবাসা, পরকীয়া,শিরক ও বিদআত থেকে দূরে থাকতাম। __এই মাছটির মতো আমাদেরও একদিন সত্যের মুখোমুখি হতে হবে নিশ্চিত জেনে রাখুন..! আল্লাহ আপনি আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন. 🤲🏻🤲🏻আমিন🤲
Like
19
0 Comentários 0 Compartilhamentos 314 Visualizações 0 Anterior