হয়তো বাসার কেউ জানবেও না কোনোদিন কতটা খারাপ লেগে উঠলে এভাবে নিস্তেজ রাস্তায় বসে পড়ে একজন পুরুষ। এই পুরুষই কারো বাবা বা আদরের সন্তান, কারো ভাই বা কারো অবহেলিত স্বামী। যাকে পরিবারের সবার দায় নিতে হয়, মন রাখতে হয়। শ্যাম-কূল দু'টো রাখতে গিয়ে কখনযে ধুসর রঙে নিপতিত হয়ে যেতে হয় নিজেও জানে না।
ভাল থাক পুরুষ নামের বটবৃক্ষরা।
হয়তো বাসার কেউ জানবেও না কোনোদিন কতটা খারাপ লেগে উঠলে এভাবে নিস্তেজ রাস্তায় বসে পড়ে একজন পুরুষ। এই পুরুষই কারো বাবা বা আদরের সন্তান, কারো ভাই বা কারো অবহেলিত স্বামী। যাকে পরিবারের সবার দায় নিতে হয়, মন রাখতে হয়। শ্যাম-কূল দু'টো রাখতে গিয়ে কখনযে ধুসর রঙে নিপতিত হয়ে যেতে হয় নিজেও জানে না। ভাল থাক পুরুষ নামের বটবৃক্ষরা।
Like
Love
Sad
9
0 Comments 0 Shares 377 Views 0 Reviews