ছেলের_পরিবার : আমাদের পর্দাশীল নামাজী ভদ্র মেয়ে লাগবে।

ঘটক_মহিলা : এমন মেয়ে আছে কিন্তু পাত্রী দেখতে গেলে মেয়েকে শুধু ছেলে আর মহিলারা দেখবে। বাবা চাচাদের সামনে যাবে না। মেয়ে (নন মাহরাম) যারা আছেন, দেবর বাশুর, মামা শ্বশুর, চাচা শ্বশুর এদের সামনে যাবেনা। বিয়ের পর পরিপূর্ণ পর্দায় রাখতে হবে।

ছেলের_পরিবার : না এত পর্দা চলবে না নিজের লোকদের সামনে যাবে না এ কেমন কথা। না এই মেয়ে হবে না পরিবারের সবার সাথে মিশবে এমন মেয়ে লাগবে। শ্বশুর, দেবর, বাশুর, চাচা শ্বশুর, মামা শ্বশুর এদের সামনে যেতে হবে। এদের সামনে না গেলে বউ না দেখে তাদের পছন্দ ছাড়া কি বিয়ে হবে নাকি?

বর্তমান_সমাজ : পর্দাশীল মেয়ে সবার পছন্দ কিন্তু সত্যি কারের পর্দাশীল মেয়েকে সহ্য করার ক্ষমতা সবার থাকে না। ( এটাই চরম সত্যি ) তিতা সত্যি

আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দিন।
আমিন

সংগৃহীত
ছেলের_পরিবার : আমাদের পর্দাশীল নামাজী ভদ্র মেয়ে লাগবে। ঘটক_মহিলা : এমন মেয়ে আছে কিন্তু পাত্রী দেখতে গেলে মেয়েকে শুধু ছেলে আর মহিলারা দেখবে। বাবা চাচাদের সামনে যাবে না। মেয়ে (নন মাহরাম) যারা আছেন, দেবর বাশুর, মামা শ্বশুর, চাচা শ্বশুর এদের সামনে যাবেনা। বিয়ের পর পরিপূর্ণ পর্দায় রাখতে হবে। ছেলের_পরিবার : না এত পর্দা চলবে না নিজের লোকদের সামনে যাবে না এ কেমন কথা। না এই মেয়ে হবে না পরিবারের সবার সাথে মিশবে এমন মেয়ে লাগবে। শ্বশুর, দেবর, বাশুর, চাচা শ্বশুর, মামা শ্বশুর এদের সামনে যেতে হবে। এদের সামনে না গেলে বউ না দেখে তাদের পছন্দ ছাড়া কি বিয়ে হবে নাকি? বর্তমান_সমাজ : পর্দাশীল মেয়ে সবার পছন্দ কিন্তু সত্যি কারের পর্দাশীল মেয়েকে সহ্য করার ক্ষমতা সবার থাকে না। ( এটাই চরম সত্যি ) তিতা সত্যি 🙂 আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দিন। আমিন সংগৃহীত
Like
37
0 Reacties 0 aandelen 266 Views 0 voorbeeld