টিউশন যেহেতু নিচ্ছেন না, মজা নিন!
চোরের জীবনে রবীন্দ্রনাথের প্রভাবঃ
"ম্যাজিস্ট্রেট: তুমি চুরি করেছো??
চোর: না হুজুর। আমি শুধু কবি গুরুর নির্দেশ পালন করেছি।
ম্যাজিস্ট্রেট: তার মানে??
চোর: গতকাল মাঝরাতে একটা গান ভেসে এলো, - "আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে..."
ভাবলাম আমিই বা বসে থাকি কেনো??
আমিও যাই, তাই বেড়িয়ে পড়লাম।
ম্যাজিস্ট্রেট: তারপর???
চোর: একটি বাড়ি থেকে আওয়াজ এলো- "এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে"।
ম্যাজিস্ট্রেট - তারপর...???
সাথে সাথে ঢুকে পড়লাম।
ম্যাজিস্ট্রেট: বলো কি হে !!!
চোর: ঘরে ঢুকেই শুনলাম- "ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে।" বেশ আনন্দ পেলাম !!!বুঝলাম, আমাকে স্বাগত জানাচ্ছে।
ম্যাজিস্ট্রেট - তারপর কি করলে???
এদিক ওদিক তাকিয়ে কি করবো ভাবছি, তখন শুনতে পেলাম- "এবার উজাড় করে লও হে আমার যা কিছু সম্বল।"
কবিগুরুর আদেশ তো আর অমান্য করা যায় না !!!
সব মালপত্র একজায়গায় জড়ো করে বেঁধে ফেললাম।
সঙ্গে সঙ্গে কানে ভেসে এলো- "আজি দখিন দুয়ার খোলা ।"
পেছনের দরজা দিয়ে যখন বেড়িয়ে পড়লাম তখন বেরসিক পুলিশ এসে আমাকে ধরলো।
আমি কত বোঝাবার চেষ্টা করলাম- আমি চুরি করিনি, শুধু রবীন্দ্রনাথের নির্দেশ পালন করেছি!!
ওরা বোধহয় রবীন্দ্রনাথের নামই শোনে নি, সোজা আপনার কাছে নিয়ে এসেছে।
ম্যাজিস্ট্রেট: ঠিক আছে, তোমাকে তিন বছরের কারাদণ্ড দিলাম।
এই বিষয়ে তোমার রবীন্দ্রনাথ কিছু বলেছেন ???
চোর: "এ পথে আমি যে গেছি বারেবার, ভুলিনি তো একদিনও ।"
ম্যাজিস্ট্রেট: জেলে যখন থাকবে, তখন তুমি রবীন্দ্রনাথকে কি বলবে ???
চোর: "ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ???"
টিউশন যেহেতু নিচ্ছেন না, মজা নিন! চোরের জীবনে রবীন্দ্রনাথের প্রভাবঃ "ম্যাজিস্ট্রেট: তুমি চুরি করেছো?? চোর: না হুজুর। আমি শুধু কবি গুরুর নির্দেশ পালন করেছি। ম্যাজিস্ট্রেট: তার মানে?? চোর: গতকাল মাঝরাতে একটা গান ভেসে এলো, - "আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে..." ভাবলাম আমিই বা বসে থাকি কেনো?? আমিও যাই, তাই বেড়িয়ে পড়লাম। ম্যাজিস্ট্রেট: তারপর??? চোর: একটি বাড়ি থেকে আওয়াজ এলো- "এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে"। ম্যাজিস্ট্রেট - তারপর...??? সাথে সাথে ঢুকে পড়লাম। ম্যাজিস্ট্রেট: বলো কি হে !!! চোর: ঘরে ঢুকেই শুনলাম- "ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে।" বেশ আনন্দ পেলাম !!!বুঝলাম, আমাকে স্বাগত জানাচ্ছে। ম্যাজিস্ট্রেট - তারপর কি করলে??? এদিক ওদিক তাকিয়ে কি করবো ভাবছি, তখন শুনতে পেলাম- "এবার উজাড় করে লও হে আমার যা কিছু সম্বল।" কবিগুরুর আদেশ তো আর অমান্য করা যায় না !!! সব মালপত্র একজায়গায় জড়ো করে বেঁধে ফেললাম। সঙ্গে সঙ্গে কানে ভেসে এলো- "আজি দখিন দুয়ার খোলা ।" পেছনের দরজা দিয়ে যখন বেড়িয়ে পড়লাম তখন বেরসিক পুলিশ এসে আমাকে ধরলো। আমি কত বোঝাবার চেষ্টা করলাম- আমি চুরি করিনি, শুধু রবীন্দ্রনাথের নির্দেশ পালন করেছি!! ওরা বোধহয় রবীন্দ্রনাথের নামই শোনে নি, সোজা আপনার কাছে নিয়ে এসেছে। ম্যাজিস্ট্রেট: ঠিক আছে, তোমাকে তিন বছরের কারাদণ্ড দিলাম। এই বিষয়ে তোমার রবীন্দ্রনাথ কিছু বলেছেন ??? চোর: "এ পথে আমি যে গেছি বারেবার, ভুলিনি তো একদিনও ।" ম্যাজিস্ট্রেট: জেলে যখন থাকবে, তখন তুমি রবীন্দ্রনাথকে কি বলবে ??? চোর: "ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ???"
Like
8
0 Comments 0 Shares 1K Views 0 Reviews
Sponsored