এক সপ্তাহ ডিম খাওয়া বন্ধ রাখি।
ডিমের হালি ৬০ টাকা না, ডজন ৬০ টাকা হবে। কারণ ডিম পচনশীল বস্তু। আসুন সবাই মিলে এটা করি। কালোবাজারি, সিন্ডিকেট, কর্পোরেটদের দৌরাত্ম্য রুখে দেই।
আপনি কি জানেন, ডিম শীতকালে ৭-১০ দিন পর্যন্ত স্বাভাবিক তাপমাত্রায় ভালো থাকে। গরমকালে সেই মেয়াদটা এসে ঠেকে ৩-৪ দিনে। এর পরে সময় পেরিয়ে গেলেই ডিম খারাপ হতে শুরু করে। অন্যদিকে ফ্রিজে রেখে ডিম ১৫ দিনের বেশি খাওয়া উচিত নয়।
এক সপ্তাহ ডিম খাওয়া বন্ধ রাখি। ডিমের হালি ৬০ টাকা না, ডজন ৬০ টাকা হবে। কারণ ডিম পচনশীল বস্তু। আসুন সবাই মিলে এটা করি। কালোবাজারি, সিন্ডিকেট, কর্পোরেটদের দৌরাত্ম্য রুখে দেই। আপনি কি জানেন, ডিম শীতকালে ৭-১০ দিন পর্যন্ত স্বাভাবিক তাপমাত্রায় ভালো থাকে। গরমকালে সেই মেয়াদটা এসে ঠেকে ৩-৪ দিনে। এর পরে সময় পেরিয়ে গেলেই ডিম খারাপ হতে শুরু করে। অন্যদিকে ফ্রিজে রেখে ডিম ১৫ দিনের বেশি খাওয়া উচিত নয়।
Like
14
0 Σχόλια 0 Μοιράστηκε 121 Views 0 Προεπισκόπηση