কৃষককে প্রশ্ন করা হলো, নামাজ পড়েছেন?

কৃষক বলল, আমরা তো চাষাভুষা মানুষ, দিন আনি দিন খাই। আমাগো কি নামাজ পড়লে চলবো? নামাজ পড়লে কাজকাম করুম কহন?

.

চাকুরিজীবীকে প্রশ্ন করা হলো, আপনি পড়েছেন?

চাকুরিজীবী বলল, আমরা তো চাকরিজীবী মানুষ, পরের চাকরি করি। সময়ের আগেই ডিউটিতে যেতে হয়। নয়তো কপালে থাকে বসের চোখ রাঙানি, আমাদের নামাজের সুযোগ কোথায়?

.

ব্যবসায়ীকে প্রশ্ন করা হলো, আপনি নামাজ পড়েছেন?

ব্যবসায়ী বলল, আমি তো ব্যবসা করি। মাত্রই দোকানটা খুলছি। নামাজ তো পড়তেই হবে। এইটা তো ভালো কাজ। কিন্তু, দোকান রেখে নামাজে গেলে দোকান দেখবে কে বলেন?

.

এক ছোট ভাইকে প্রশ্ন করা হলো, কী করো তুমি?

সে বলল, আমি একজন ছাত্র, কলেজে পড়ি।

তাকে প্রশ্ন করা হলো, নামাজটা পড়েছো?

ছাত্র ভাই বলল, কী যে বলেন! পড়াশোনার যে চা-প নামাজ পড়ার সময় কই? তাছাড়া...ইয়ে...মানে... কাপড়টাও পাক-পবিত্র নাই। ক্যামনে কী করি বলেন?

এভাবেই কিছু মানুষ নানা রকমের অজুহাত দেয়, মহান রবের সবচেয়ে বড় একটি হুকুম মান্য করা থেকে তারা নিজেকে বাঁচিয়ে রাখতে চায়.!
.
.
.
হঠাৎ একদিন খবর পাওয়া যায়, চাষী রহমত আলী আর নেই!
.
.
.
অফিসে যাচ্ছিলেন চাকুরিজীবী ভাই আনোয়ার সাহেব, সময় মতোই পৌঁছাতে চেয়েছিলেন। সময় তাঁকে সহায়তা করেনি। হঠাৎ একটি কঠিন এক্সিডেন্ট! পঙ্গু হাসপাতালে বেড়ে গেল নতুন একজন পেশেন্ট। পঙ্গু অবস্থায় কাটে আনোয়ার সাহেবের বাকী জীবন..!
.
.
.
ব্যবসায়ী মাহাজন সাহেব! দোকান দোকান করেই যার কাটত তার সারাবেলা। ব্যবসার হিসাব কিতাব মিলাতে গিয়েই হঠাৎ করে একদিন দুপুরবেলা বুকের বাম পাশে উঠে গেল প্রচন্ড ব্যথা.! নামাজ পড়ার সময় ছিল না যেই লোকটির, মালিককে দেওয়ার মতো সময় কখনো যার হয়ে উঠেনি। হ্যাঁ, তিনিই হসপিটালে নেওয়ার আগেই চলে গেলেন ওপারে..!!
.
.
.
আর হে, ওই যে যুবক ছাত্র ভাইটি! নামাজে যার ছিল চির গাফলতি! অল্প বয়সে ক্যান্সারে সেও চলে গেল একদিন, বড় আশা ছিল তার জীবনকে নিজের মতো করে সাজাবার। জীবনের রঙ, রস, গন্ধে মাতাল ছিল তার মন, আল্লাহকে চেনার মতো সময় ছিল না তারও!

এখন, আমরা কী ভাবছি?!

আমি কি সেই চাষী রহমত আলী.?

আমি কি সেই চাকুরিজীবী আনোয়ার সাহেব.?

আমি কি সেই ব্যবসায়ী মাহাজন.?

নাকি আমি সেই ছাত্র ভাইটি.?

এতোই তাড়াতাড়ি কি মারা যাবো আমি..??
এখনও তো অনে...ক দেরি আছে.!

অথচ, মৃত্যু প্রতিদিনই আমার সামনে থেকে কাউকে না কাউকে কেড়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ! যেতে হবে আমাকেও!

الْكَيِّسُ مَنْ دَانَ نَفْسَهُ، وَعَمِلَ لِمَا بَعْدَ الْمَوْتِ

রাসূল সা. বলেছেন, বুদ্ধিমান হচ্ছে সেই ব্যক্তি যে তার নিজের আত্মপর্যালোচনা (ভুল-ত্রুটি নিয়ে চিন্তা) করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য (নেক) আমল করে। -[রিয়াদুস সলেহিন, হাদিস নং ৬৭]

অর্থাৎ বুদ্ধিমান হচ্ছে সেই ব্যক্তি যে কিনা নিজের দোষ ত্রুটি নিয়ে চিন্তা করে, গুনাহের জন্য অনুতপ্ত হয়ে তওবা করে এবং মৃত্যুর পরবর্তী জীবন (আখিরাতের) জন্য নেক আমল করে রাখে।

হে প্রিয় ভাই ও বোন আমার! এখনও সময় আছে, খুব বেশি দেরি হয়ে যায় নি, এখুনি ফিরে আসুন রবের দিকে, গুরুত্ব সহকারে নামায আদায় করুন এবং আল্লাহর হুকুমগুলো যথাযথভাবে পালন করুন।

দেখবেন জীবনটা অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসতেছে, আর জান্নাতের নাজ-নেয়ামত সমূহ.? সেটা তো অপেক্ষাই করতেছে আপনার জন্য ইন শা আল্লাহ
⭕ কৃষককে প্রশ্ন করা হলো, নামাজ পড়েছেন? 🔸 কৃষক বলল, আমরা তো চাষাভুষা মানুষ, দিন আনি দিন খাই। আমাগো কি নামাজ পড়লে চলবো? নামাজ পড়লে কাজকাম করুম কহন? . ⭕ চাকুরিজীবীকে প্রশ্ন করা হলো, আপনি পড়েছেন? 🔹 চাকুরিজীবী বলল, আমরা তো চাকরিজীবী মানুষ, পরের চাকরি করি। সময়ের আগেই ডিউটিতে যেতে হয়। নয়তো কপালে থাকে বসের চোখ রাঙানি, আমাদের নামাজের সুযোগ কোথায়? . ⭕ ব্যবসায়ীকে প্রশ্ন করা হলো, আপনি নামাজ পড়েছেন? 🔸 ব্যবসায়ী বলল, আমি তো ব্যবসা করি। মাত্রই দোকানটা খুলছি। নামাজ তো পড়তেই হবে। এইটা তো ভালো কাজ। কিন্তু, দোকান রেখে নামাজে গেলে দোকান দেখবে কে বলেন? . ⭕ এক ছোট ভাইকে প্রশ্ন করা হলো, কী করো তুমি? 🔹 সে বলল, আমি একজন ছাত্র, কলেজে পড়ি। তাকে প্রশ্ন করা হলো, নামাজটা পড়েছো? ছাত্র ভাই বলল, কী যে বলেন! পড়াশোনার যে চা-প নামাজ পড়ার সময় কই? তাছাড়া...ইয়ে...মানে... কাপড়টাও পাক-পবিত্র নাই। ক্যামনে কী করি বলেন? ⭕ এভাবেই কিছু মানুষ নানা রকমের অজুহাত দেয়, মহান রবের সবচেয়ে বড় একটি হুকুম মান্য করা থেকে তারা নিজেকে বাঁচিয়ে রাখতে চায়.! . . . 🔸 হঠাৎ একদিন খবর পাওয়া যায়, চাষী রহমত আলী আর নেই! . . . 🔹 অফিসে যাচ্ছিলেন চাকুরিজীবী ভাই আনোয়ার সাহেব, সময় মতোই পৌঁছাতে চেয়েছিলেন। সময় তাঁকে সহায়তা করেনি। হঠাৎ একটি কঠিন এক্সিডেন্ট! পঙ্গু হাসপাতালে বেড়ে গেল নতুন একজন পেশেন্ট। পঙ্গু অবস্থায় কাটে আনোয়ার সাহেবের বাকী জীবন..! . . . 🔸 ব্যবসায়ী মাহাজন সাহেব! দোকান দোকান করেই যার কাটত তার সারাবেলা। ব্যবসার হিসাব কিতাব মিলাতে গিয়েই হঠাৎ করে একদিন দুপুরবেলা বুকের বাম পাশে উঠে গেল প্রচন্ড ব্যথা.! নামাজ পড়ার সময় ছিল না যেই লোকটির, মালিককে দেওয়ার মতো সময় কখনো যার হয়ে উঠেনি। হ্যাঁ, তিনিই হসপিটালে নেওয়ার আগেই চলে গেলেন ওপারে..!! . . . 🔹 আর হে, ওই যে যুবক ছাত্র ভাইটি! নামাজে যার ছিল চির গাফলতি! অল্প বয়সে ক্যান্সারে সেও চলে গেল একদিন, বড় আশা ছিল তার জীবনকে নিজের মতো করে সাজাবার। জীবনের রঙ, রস, গন্ধে মাতাল ছিল তার মন, আল্লাহকে চেনার মতো সময় ছিল না তারও! ⭕ এখন, আমরা কী ভাবছি?! আমি কি সেই চাষী রহমত আলী.? আমি কি সেই চাকুরিজীবী আনোয়ার সাহেব.? আমি কি সেই ব্যবসায়ী মাহাজন.? নাকি আমি সেই ছাত্র ভাইটি.? এতোই তাড়াতাড়ি কি মারা যাবো আমি..?? এখনও তো অনে...ক দেরি আছে.! অথচ, মৃত্যু প্রতিদিনই আমার সামনে থেকে কাউকে না কাউকে কেড়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ! যেতে হবে আমাকেও! الْكَيِّسُ مَنْ دَانَ نَفْسَهُ، وَعَمِلَ لِمَا بَعْدَ الْمَوْتِ 🔸 রাসূল সা. বলেছেন, বুদ্ধিমান হচ্ছে সেই ব্যক্তি যে তার নিজের আত্মপর্যালোচনা (ভুল-ত্রুটি নিয়ে চিন্তা) করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য (নেক) আমল করে। -[রিয়াদুস সলেহিন, হাদিস নং ৬৭] 🔹 অর্থাৎ বুদ্ধিমান হচ্ছে সেই ব্যক্তি যে কিনা নিজের দোষ ত্রুটি নিয়ে চিন্তা করে, গুনাহের জন্য অনুতপ্ত হয়ে তওবা করে এবং মৃত্যুর পরবর্তী জীবন (আখিরাতের) জন্য নেক আমল করে রাখে। ⭕ হে প্রিয় ভাই ও বোন আমার! এখনও সময় আছে, খুব বেশি দেরি হয়ে যায় নি, এখুনি ফিরে আসুন রবের দিকে, গুরুত্ব সহকারে নামায আদায় করুন এবং আল্লাহর হুকুমগুলো যথাযথভাবে পালন করুন। ➡️ দেখবেন জীবনটা অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসতেছে, আর জান্নাতের নাজ-নেয়ামত সমূহ.? সেটা তো অপেক্ষাই করতেছে আপনার জন্য ইন শা আল্লাহ 💞✅
Like
Love
9
1 Комментарии 0 Поделились 172 Просмотры 0 предпросмотр