অতিরিক্ত মাদক নিয়ে কোমায়, ফিরে আত্মজীবনী লিখলেন অভিনেতা
ছোট পর্দার দর্শকদের বিনোদন দিতেন তিনি। মাদকাসক্তির কারণে একটা সময় মরতে বসেছিলেন। মাদকের নেশায় বুঁদ হয়ে প্রায় মৃত্যুর কোলে ঢলে পড়ছিলেন। তাঁর বেঁচে থাকার আশা ছিল মাত্র ২ শতাংশ। তিনি হলেন মার্কিন অভিনেতা ম্যাথু পেরি। জনপ্রিয় সিটকম ‘ফ্রেন্ডস’-এ চ্যান্ডলার বিং চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান এই টিভি অভিনেতা। সম্প্রতি পেরি লিখেছেন আত্মজীবনী—‘ফ্রেন্ডস, লাভার্স অ্যান্ড...