ঢাকায় এসে থাকার কোন ব্যবস্থা না থাকলে, এখানে থাকতে পারবেন।
মাওলানা شفيق الإسلام الإمدادي راحت সাহেব
মুহাম্মদপুরের ফ্রি মুসাফির খানা সংক্রান্ত কিছু তথ্য।
প্রশ্ন: লোকেশন কোথায়?
উত্তর: মুহাম্মদপুর শিয়া মসজিদ থেকে পায়ে হেঁটে তিন মিনিটের পথ। আরো সহজে বললে কুবা মসজিদের পশ্চিমে। কমেন্টে গুগল লোকেশন দেওয়া আছে।

প্রশ্ন: এই মুসাফির খানার আয়োজক কারা?
উত্তর: হাফেজজী হুজুর রহ. সেবা ফাউন্ডেশন।‌

প্রশ্ন: কারা এই মুসাফির খানা থেকে উপকৃত হতে পারবেন?
উত্তর: দেশের যেকোনো প্রান্তের সাধারণ মানুষ ও উলামায়ে কিরাম।
প্রশ্ন: কতদিন থাকা যাবে?
উত্তর: প্রাথমিকভাবে তিনদিন থাকা যাবে। এরপর আলোচনা সাপেক্ষে।
প্রশ্ন: খরচাদি কেমন?
উত্তর: থাকার জন্য কোনো খরচ নেই। খাওয়া দাওয়া নিজের।
প্রশ্ন: মহিলারা থাকতে পারবেন কিনা?
উত্তর: জি পারবেন। তবে, মহিলার সাথে শরঈ মাহরাম থাকতে হবে।
প্রশ্ন: কোনো শর্তাবলী আছে?
উত্তর: প্রথমত সুবিধাগ্রহণকারীর পূর্ণ পরিচয়, দ্বিতীয়ত আইডি কার্ডের ফটোকপি লাগবে। এবং মুসাফির খানায় প্রবেশের সময় যেমন পরিচ্ছন্ন থাকবে চলে যাওয়ার সময়ও তেমন পরিচ্ছন্ন রেখে যেতে হবে।

বুকিং এর জন্য দুইএক দিন আগে যোগাযোগ করুন।
01819281286, 01776288492

পুনশ্চ. আমি এই আয়োজনের উদ্যোক্তার কেউ নই। শুধু চেয়েছি এমন উদ্যোগটি মানুষ জানুক এবং উপকৃত হোক।
ঢাকায় এসে থাকার কোন ব্যবস্থা না থাকলে, এখানে থাকতে পারবেন। মাওলানা شفيق الإسلام الإمدادي راحت সাহেব মুহাম্মদপুরের ফ্রি মুসাফির খানা সংক্রান্ত কিছু তথ্য। প্রশ্ন: লোকেশন কোথায়? উত্তর: মুহাম্মদপুর শিয়া মসজিদ থেকে পায়ে হেঁটে তিন মিনিটের পথ। আরো সহজে বললে কুবা মসজিদের পশ্চিমে। কমেন্টে গুগল লোকেশন দেওয়া আছে। প্রশ্ন: এই মুসাফির খানার আয়োজক কারা? উত্তর: হাফেজজী হুজুর রহ. সেবা ফাউন্ডেশন।‌ প্রশ্ন: কারা এই মুসাফির খানা থেকে উপকৃত হতে পারবেন? উত্তর: দেশের যেকোনো প্রান্তের সাধারণ মানুষ ও উলামায়ে কিরাম। প্রশ্ন: কতদিন থাকা যাবে? উত্তর: প্রাথমিকভাবে তিনদিন থাকা যাবে। এরপর আলোচনা সাপেক্ষে। প্রশ্ন: খরচাদি কেমন? উত্তর: থাকার জন্য কোনো খরচ নেই। খাওয়া দাওয়া নিজের। প্রশ্ন: মহিলারা থাকতে পারবেন কিনা? উত্তর: জি পারবেন। তবে, মহিলার সাথে শরঈ মাহরাম থাকতে হবে। প্রশ্ন: কোনো শর্তাবলী আছে? উত্তর: প্রথমত সুবিধাগ্রহণকারীর পূর্ণ পরিচয়, দ্বিতীয়ত আইডি কার্ডের ফটোকপি লাগবে। এবং মুসাফির খানায় প্রবেশের সময় যেমন পরিচ্ছন্ন থাকবে চলে যাওয়ার সময়ও তেমন পরিচ্ছন্ন রেখে যেতে হবে। বুকিং এর জন্য দুইএক দিন আগে যোগাযোগ করুন। 01819281286, 01776288492 পুনশ্চ. আমি এই আয়োজনের উদ্যোক্তার কেউ নই। শুধু চেয়েছি এমন উদ্যোগটি মানুষ জানুক এবং উপকৃত হোক।
0 Commenti 0 condivisioni 85 Views 0 Anteprima
JogaJog https://jogajog.com.bd