১৭ সেকেন্ডের ভূমিকম্পের আগে লোকটি ছিল ৩ টি বাড়ির মালিক।আর সেই লোক ১৭ সেকেন্ড পর তিনটি রুটিরও মালিক না। অন্যের দেওয়া রুটি নিয়ে দাঁড়িয়ে আছে সে। তাই কখনো অহংকার করবেন না কারো সাথে। সময়ের সাথে সব ঘুরে যেতে পারে। আল্লাহ চাইলে ১ সেকেন্ডে সব কিছু পরিবর্তন করে দিতে পারেন।
আমরা কিসের অহংকার করি নিজেরাও জানিনা,তবে অহংকার যে নিমিষেই ধ্বংস করে দেয় তা আমরা একবার ও মাথায় রাখিনা,আল্লাহ আমাদের মাফ করুক। আমিন।।
সময় আছে এখনও তওবা করে অহংকার মুক্ত হই।।
১৭ সেকেন্ডের ভূমিকম্পের আগে লোকটি ছিল ৩ টি বাড়ির মালিক।আর সেই লোক ১৭ সেকেন্ড পর তিনটি রুটিরও মালিক না। অন্যের দেওয়া রুটি নিয়ে দাঁড়িয়ে আছে সে। তাই কখনো অহংকার করবেন না কারো সাথে। সময়ের সাথে সব ঘুরে যেতে পারে। আল্লাহ চাইলে ১ সেকেন্ডে সব কিছু পরিবর্তন করে দিতে পারেন। আমরা কিসের অহংকার করি নিজেরাও জানিনা,তবে অহংকার যে নিমিষেই ধ্বংস করে দেয় তা আমরা একবার ও মাথায় রাখিনা,আল্লাহ আমাদের মাফ করুক। আমিন।।😢🤲👈 সময় আছে এখনও তওবা করে অহংকার মুক্ত হই।।
Like
Yay
Sad
23
0 Comments 1 Shares 1K Views 0 Reviews
Sponsored