জীবনের একুশটা বছর চলে গেল বুঝতে, ভালোবাসা আসলে ফোকটে পাওয়ার জিনিস। যে পায় সে এমনি এমনিই পায়। যারা বঞ্চিত থেকেছি তারাই বলেছি ভালোবাসা আসলে সাধনা। মেলাতে চেষ্টা করেছি বিষম সমীকরণ। অথচ মেলানোর কিছুই ছিল না কোনোদিন। যে বাড়িতে আল্পনা দিল না কেউ, লক্ষ্মী তো তার ঘরেই এল। যে ছাদে কখনো আসে না জনমানুষ, কাটাঘুড়ি সে ছাদে এসেই পড়লো। রোদে-ঝড়ে-জলে ছিঁড়ে গেল একদিন। যিনি সন্তান আকাঙ্ক্ষী নন, ঈশ্বর তার কোল ভরে দিলেন। আঁচল পেতে দাঁড়িয়ে রইলো বাঁজা মেয়েটি। এই জীবন, এই হতভাগ্য এই সবই তো পেলাম ফোকটেই।
জীবনের একুশটা বছর চলে গেল বুঝতে, ভালোবাসা আসলে ফোকটে পাওয়ার জিনিস। যে পায় সে এমনি এমনিই পায়। যারা বঞ্চিত থেকেছি তারাই বলেছি ভালোবাসা আসলে সাধনা। মেলাতে চেষ্টা করেছি বিষম সমীকরণ। অথচ মেলানোর কিছুই ছিল না কোনোদিন। যে বাড়িতে আল্পনা দিল না কেউ, লক্ষ্মী তো তার ঘরেই এল। যে ছাদে কখনো আসে না জনমানুষ, কাটাঘুড়ি সে ছাদে এসেই পড়লো। রোদে-ঝড়ে-জলে ছিঁড়ে গেল একদিন। যিনি সন্তান আকাঙ্ক্ষী নন, ঈশ্বর তার কোল ভরে দিলেন। আঁচল পেতে দাঁড়িয়ে রইলো বাঁজা মেয়েটি। এই জীবন, এই হতভাগ্য এই সবই তো পেলাম ফোকটেই।