আমি হয়তো খুব ছোট ছোট জীনিসের জন্য মরে যাবো।
হতে পারে গোলাপি রঙ এর হাওয়াই মিঠাই এর জন্য মন কেমন করে উঠলো!
এমন টা যদি হত একটা নাটাই ঘুড়ী পেতাম তাতে লাল রঙ এর সূতো....
হয়তো একজোড়া নূপুর, অথবা এক গোছা কাঁচের চুড়ী।
অযথাই কেঁদে ফেলবো দুচোখ ভরে কাজল দিতে না পেরে। একটা ঘাসফুল সাথে ফড়িং……… এমন তো নয় আমি গ্লাডিউলাস চাই......…?
আমি হয়তো খুব ছোট ছোট জীনিসের জন্য মরে যাবো। হতে পারে গোলাপি রঙ এর হাওয়াই মিঠাই এর জন্য মন কেমন করে উঠলো! এমন টা যদি হত একটা নাটাই ঘুড়ী পেতাম তাতে লাল রঙ এর সূতো.... হয়তো একজোড়া নূপুর, অথবা এক গোছা কাঁচের চুড়ী। অযথাই কেঁদে ফেলবো দুচোখ ভরে কাজল দিতে না পেরে। একটা ঘাসফুল সাথে ফড়িং……… এমন তো নয় আমি গ্লাডিউলাস চাই......…?
Like
14
0 التعليقات 0 المشاركات 906 مشاهدة 0 معاينة