আইএমএফের ঋণ - শর্ত পূরণে দেশ কতটা প্রস্তুত
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ঋণ পেতে গেলে শর্ত পূরণ করতে হয়—এটাই নিয়ম। বর্তমানে যে ভ্যাট আইন চালু রয়েছে, তা সরকার করেছেই আইএমএফের শর্তের কারণে। এক দশক আগে আইএমএফ থেকে সাত কিস্তিতে প্রায় ১০০ কোটি ডলার বর্ধিত ঋণসহায়তা (ইসিএফ) নিয়েছিল বাংলাদেশ। বিপরীতে অন্যতম শর্ত ছিল ভ্যাট আইন করা।
সংস্থাটির কাছে বাংলাদেশের এবারের চাওয়া ৪৫০ কোটি ডলার। এ ঋণ পাওয়া যাবে বলে আশ্বাস পাওয়া...