মজা করবার জন্য একদিন একটি ছাত্র তার সামনের সহপাঠীর জামার পিঠে একটি কাগজ নিঃশব্দে লাগিয়ে দিল। কাগজে লেখা ছিল "আমি বোকা"। সারা ক্লাসের ছাত্ররা সবাই দেখল কিন্তু কেউ সেই ছেলেটিকে কিছু জানালো না। আর কিছু না জানার জন্য ছাত্রটিও স্বাভাবিক থাকল।

ক্লাসে গণিতের শিক্ষক এসে বোর্ডে সবাইকে একটা অংক কষতে দিলেন। কেবল সেই ছাত্রটি ছাড়া কেউই এই প্রশ্নের কোন উত্তর জানতো না। ফলে সে এগিয়ে গিয়ে বোর্ডে অংকটি কষতে শুরু করল। শিক্ষক মশাই ছেলেটির পিঠের কাগজটি দেখলেন এবং বুঝলেন ছেলেটি এই বিষয়ে অবহিত নয়। অংকটি কষা হলে মাষ্টারমশাই হাততালি দিয়ে ছেলেটিকে অভিনন্দিত করলেন ও কাছে গিয়ে ওর পিঠের কাগজটি খুলে ছাত্রটির হাতে দিলেন।

খুব ধীরে ধীরে মাষ্টারমশাই ছাত্রটিকে বললেন, দেখো, তোমার ক্লাসের কেউ একজন এই কাগজটা তোমার পিঠে লাগিয়েছে, বাকিরা জানে কিন্তু সবাই চুপ করে থেকেছে। এই ঘটনা থেকে তোমার দুটি বিষয় মনের মধ্যে গেঁথে নিতে হবে :

প্রথমত: জীবনে এমন মানুষ তুমি পাবেই যাঁরা তোমাকে বার বার অপদস্ত করার চেষ্টা করবে। যদি তুমি সেগুলিকে গুরুত্ব দাও তাহলে তোমার জীবনের অগ্রগতি থেমে যাবে। আর তুমি যদি এটাকে উপেক্ষা করতে পারো তবে তুমি নিজেকে আরও বেশী উন্নত করতে পারবে। জগতের কোন শক্তি তোমার এই এগিয়ে চলাকে প্রতিহত করতে পারবে না।

আর দ্বিতীয়ত: যেমন এই ক্লাসে সবাই জানে কে তোমার পিঠে কাগজ লাগিয়েছে ও তাতে কি লেখা আছে জেনেও চুপ করে আছে, তোমাকে সতর্ক করে নি, এমন অবিশ্বাসী লোক তুমি জীবনে অবশ্যই পাবে। এমন অবিশ্বাসী বন্ধু থাকার থেকে একাকী থাকা শ্রেয়।

আর যারা এই কাগজটা ওর পিঠে লাগিয়েছে তাদের বলি, অন্যকে অপদস্ত করার আগে ভেবো তুমি বোকা নও তো? কাউকে যদি জীবনে উৎসাহ না দিতে পারো অপদস্ত করার চেষ্টাও করো না।

মূল গল্প I am Stupid
ভাষা ইংরাজী
সংগ্রহ শ্রী সুভাষ পাল
অনুবাদ স্বামী স্তবপ্রিয়ানন্দ
ছবি: জয়ন্ত বিশ্বাস
মজা করবার জন্য একদিন একটি ছাত্র তার সামনের সহপাঠীর জামার পিঠে একটি কাগজ নিঃশব্দে লাগিয়ে দিল। কাগজে লেখা ছিল "আমি বোকা"। সারা ক্লাসের ছাত্ররা সবাই দেখল কিন্তু কেউ সেই ছেলেটিকে কিছু জানালো না। আর কিছু না জানার জন্য ছাত্রটিও স্বাভাবিক থাকল। ক্লাসে গণিতের শিক্ষক এসে বোর্ডে সবাইকে একটা অংক কষতে দিলেন। কেবল সেই ছাত্রটি ছাড়া কেউই এই প্রশ্নের কোন উত্তর জানতো না। ফলে সে এগিয়ে গিয়ে বোর্ডে অংকটি কষতে শুরু করল। শিক্ষক মশাই ছেলেটির পিঠের কাগজটি দেখলেন এবং বুঝলেন ছেলেটি এই বিষয়ে অবহিত নয়। অংকটি কষা হলে মাষ্টারমশাই হাততালি দিয়ে ছেলেটিকে অভিনন্দিত করলেন ও কাছে গিয়ে ওর পিঠের কাগজটি খুলে ছাত্রটির হাতে দিলেন। খুব ধীরে ধীরে মাষ্টারমশাই ছাত্রটিকে বললেন, দেখো, তোমার ক্লাসের কেউ একজন এই কাগজটা তোমার পিঠে লাগিয়েছে, বাকিরা জানে কিন্তু সবাই চুপ করে থেকেছে। এই ঘটনা থেকে তোমার দুটি বিষয় মনের মধ্যে গেঁথে নিতে হবে : প্রথমত: জীবনে এমন মানুষ তুমি পাবেই যাঁরা তোমাকে বার বার অপদস্ত করার চেষ্টা করবে। যদি তুমি সেগুলিকে গুরুত্ব দাও তাহলে তোমার জীবনের অগ্রগতি থেমে যাবে। আর তুমি যদি এটাকে উপেক্ষা করতে পারো তবে তুমি নিজেকে আরও বেশী উন্নত করতে পারবে। জগতের কোন শক্তি তোমার এই এগিয়ে চলাকে প্রতিহত করতে পারবে না। আর দ্বিতীয়ত: যেমন এই ক্লাসে সবাই জানে কে তোমার পিঠে কাগজ লাগিয়েছে ও তাতে কি লেখা আছে জেনেও চুপ করে আছে, তোমাকে সতর্ক করে নি, এমন অবিশ্বাসী লোক তুমি জীবনে অবশ্যই পাবে। এমন অবিশ্বাসী বন্ধু থাকার থেকে একাকী থাকা শ্রেয়। আর যারা এই কাগজটা ওর পিঠে লাগিয়েছে তাদের বলি, অন্যকে অপদস্ত করার আগে ভেবো তুমি বোকা নও তো? কাউকে যদি জীবনে উৎসাহ না দিতে পারো অপদস্ত করার চেষ্টাও করো না। মূল গল্প I am Stupid ভাষা ইংরাজী সংগ্রহ শ্রী সুভাষ পাল অনুবাদ স্বামী স্তবপ্রিয়ানন্দ ছবি: জয়ন্ত বিশ্বাস
Like
Yay
18
0 Comments 0 Shares 884 Views 0 Reviews
Sponsored