সন্তান কী পড়বে, বেছে নেওয়ার স্বাধীনতা তাকে দেওয়া উচিত
ছোট বাচ্চাটা হয়তো খেলাচ্ছলেই খেলনা গাড়িটা ভেঙে ভেতরের মোটরটা বের করে ফেলেছে। তাই দেখে মা-বাবা খুশিতে হাততালি দিয়ে বলছে, ‘ছেলে আমার ইঞ্জিনিয়ার হবে।’ ব্যস। ছেলেবেলা থেকেই শুরু হয়ে যায় ইঞ্জিনিয়ার হওয়ার প্রতিযোগিতা। হয়তো একদিন এই ছেলেই নিজের আঁকা ছবিগুলো তোশকের নিচে রেখে বেরিয়ে পড়বে প্রকৌশলের পাঠ নিতে। হয়তো কোনোরকমে প্রকৌশলী হয়েও যাবে। তারপর জুতার তলা খসিয়ে জুটিয়ে নেবে একটা...
Like
Love
12
0 Commentarii 0 Distribuiri 2374 Views 0 previzualizare