আমার স্বামী সেলসম্যান
_____________________
হাঁ আমার স্বামী সেলসম্যান, কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, বা কোনো সরকারি কর্মচারী নয়।
তথাকথিত উচ্চ শিক্ষিত নয়। তবে আপনার স্বামীর মতই একজন মানুষ।
মধ্যবিত্ত / নিম্নমধ্যবিত্ত ঘরের সন্তান। সরকারি চাকরি কেনার টাকা ওনার ছিলনা, তাই সেলসম্যান।
কলেজ শেষ করে অনেক জায়গায় দরখাস্ত দিয়ে, অনেক নেতার পায়ে ধরে, কোনো চাকরি জোটাতে পারেনি।
কারণ কোনো জায়গায় ওর মামা কাকা ছিল না। তাই সেলসম্যান।
ধনী ও ভদ্রলোকের বিরক্তের কারণ ও।
তবুও এতটুকুও দুঃখ নেই ওর।
প্রতিদিন সকাল বেলায় একটু আত্মবিশ্বাস ও মুখে হাসি নিয়ে কাজে বেরিয়ে যায়। সারাদিন কোথায় কি করে জানিনা। রাতে যখন একমুখ হাসি নিয়ে বাড়িতে ফেরে। তখন মনে হয় কত না আনন্দে কাটলো তার দিন টা।
অভিনয় টা খুব ভালোই রপ্ত করেছে। কেউকে বুঝতেই দেয় না,সারাদিনে বিভিন্ন জায়গায় অপমান, হেনস্থার কষ্ট গুলো, নিজের মধ্যেই চেপে রাখে।
জানেন? ওকে নাকি ঠিক বিশ্বাস করা যায় না। কখন কাকে কিভাবে ঠকিয়ে দেয় কে যানে?
তাই হয়ত কিছু কিছু বাড়ির দরজায় লেখা থাকে " কুকুর আর সেলসম্যান নট আলাউড "
হাঁ আমার স্বামী সেলসম্যান, বাড়িতে বাড়িতে গিয়ে, জিনিস বিক্রি করে।
সে চোর নয়, তবুও তাকে সন্দেহের চোখে দেখা হয়।
সে মানুষ। তবুও তাকে দেখলে, বিরক্ত লাগে। রাগ হয়। অনেকেই কয়েকটা কটু কথা শুনিয়ে দেয়।
তবুও সে, নির্লজ্জের মত হাসি মুখেই কথা বলে।
কারণ, তারও সংসার আছে, বৌ বাচ্ছা আছে, তার পেটেও ক্ষিদে আছে। বাবা, মা স্ত্রী সন্তানের প্রতি দায়িত্ব আছে।
আমার স্বামী সংসার চালাতে টাকার বিনিময়ে কিছু জিনিস বিক্রি করে।
তাতে অন্যায় টা কোথায়???
আজকের পৃথিবীতে কে সেলসম্যান নয়???

সবাই তো সেলসম্যান , ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, পুলিশ, শিক্ষক, সবাই টাকার বিনিময়ে, আদর্শ, সততা, মনুষত্ব, বিবেক, বিদ্যা সব কিছুই বেচে।
নেতা, জনতার বিশ্বাস বেচে, চাকরি বেচে,
সবাই তো সব কিছুই বেচে।
আমার স্বামী সেলসম্যান _____________________ হাঁ আমার স্বামী সেলসম্যান, কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, বা কোনো সরকারি কর্মচারী নয়। তথাকথিত উচ্চ শিক্ষিত নয়। তবে আপনার স্বামীর মতই একজন মানুষ। মধ্যবিত্ত / নিম্নমধ্যবিত্ত ঘরের সন্তান। সরকারি চাকরি কেনার টাকা ওনার ছিলনা, তাই সেলসম্যান। কলেজ শেষ করে অনেক জায়গায় দরখাস্ত দিয়ে, অনেক নেতার পায়ে ধরে, কোনো চাকরি জোটাতে পারেনি। কারণ কোনো জায়গায় ওর মামা কাকা ছিল না। তাই সেলসম্যান। ধনী ও ভদ্রলোকের বিরক্তের কারণ ও। তবুও এতটুকুও দুঃখ নেই ওর। প্রতিদিন সকাল বেলায় একটু আত্মবিশ্বাস ও মুখে হাসি নিয়ে কাজে বেরিয়ে যায়। সারাদিন কোথায় কি করে জানিনা। রাতে যখন একমুখ হাসি নিয়ে বাড়িতে ফেরে। তখন মনে হয় কত না আনন্দে কাটলো তার দিন টা। অভিনয় টা খুব ভালোই রপ্ত করেছে। কেউকে বুঝতেই দেয় না,সারাদিনে বিভিন্ন জায়গায় অপমান, হেনস্থার কষ্ট গুলো, নিজের মধ্যেই চেপে রাখে। জানেন? ওকে নাকি ঠিক বিশ্বাস করা যায় না। কখন কাকে কিভাবে ঠকিয়ে দেয় কে যানে? তাই হয়ত কিছু কিছু বাড়ির দরজায় লেখা থাকে " কুকুর আর সেলসম্যান নট আলাউড " হাঁ আমার স্বামী সেলসম্যান, বাড়িতে বাড়িতে গিয়ে, জিনিস বিক্রি করে। সে চোর নয়, তবুও তাকে সন্দেহের চোখে দেখা হয়। সে মানুষ। তবুও তাকে দেখলে, বিরক্ত লাগে। রাগ হয়। অনেকেই কয়েকটা কটু কথা শুনিয়ে দেয়। তবুও সে, নির্লজ্জের মত হাসি মুখেই কথা বলে। কারণ, তারও সংসার আছে, বৌ বাচ্ছা আছে, তার পেটেও ক্ষিদে আছে। বাবা, মা স্ত্রী সন্তানের প্রতি দায়িত্ব আছে। আমার স্বামী সংসার চালাতে টাকার বিনিময়ে কিছু জিনিস বিক্রি করে। তাতে অন্যায় টা কোথায়??? আজকের পৃথিবীতে কে সেলসম্যান নয়??? সবাই তো সেলসম্যান , ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, পুলিশ, শিক্ষক, সবাই টাকার বিনিময়ে, আদর্শ, সততা, মনুষত্ব, বিবেক, বিদ্যা সব কিছুই বেচে। নেতা, জনতার বিশ্বাস বেচে, চাকরি বেচে, সবাই তো সব কিছুই বেচে।
Like
Yay
11
1 Σχόλια 0 Μοιράστηκε 729 Views 0 Προεπισκόπηση
Προωθημένο