বিয়ে বাড়ীতে খেতে বসেছি ! খাবার সামনে আসতেই মনে পড়লো গিফট এনেছি ৬০০/গাড়ি ভাড়া দিয়েছি ৬০/সবমিলিয়ে এই বিয়েতে খরচ করেছি ৬৬০/সুতরাং এই খরচ খাওয়ার টেবিলেই তুলতে হবে

এমন মনোভাব নিয়ে চিন্তা নিয়ে কয়েক জনের খাবার একা খাবো ভেবে সব আইটেম প্লেটে নিলাম । খাওয়া শেষে দেখলাম প্লেটে ৬০ ভাগ খাবারই খেতে পারিনি । এতে আমার কোন আফসোস নেই, কারণ খরচের পয়সা তো উসুল করতে পেরেছি !!

এমনটা ভেবে হাসিমুখে বিজয়ীর বেশে যখন খাবার টেবিল ছেড়ে আসছি , তখন পেছনে একজন পিতার বহু বছরের শ্রমে তিল তিল করে জমানো টাকায় মেয়ের বিয়ে উপলক্ষে আয়োজন করা খাবার ।

এখানে যখন আমি বিজয়ীর হাসি হাসছি , তখন হয়তো সেই পিতা হিসাব করছেন, দুশ্চিন্তা করছেন , এই খাবার আয়োজন করতে গিয়ে হওয়া দেনা নিয়ে।

যে মুহুর্তে আমি অপচয় করে সগৌরবে অট্টহাসি দিচ্ছি , সে মুহুর্তেই হয়তো বিশ্বের নানান প্রান্তে খাবারের অভাবে বুকফাটা আর্তনাদ করছে আমারই মতো রক্তমাংসের কোন অসহায় মানুষ ।

সুতরাং , সামর্থ্য থাকলে গিফট দেবেন , না থাকলে দেবেন না । কিন্ত গিফটের পয়সা উসুলের অজুহাতে বিয়ে বাড়িতে খাবার অপচয় করবেন না প্লিজ <<<<< !!

আসুন অপচয় নয় , প্রয়োজন অনুযায়ী খাবার নিই
(কপি)
বিয়ে বাড়ীতে খেতে বসেছি ! খাবার সামনে আসতেই মনে পড়লো গিফট এনেছি ৬০০/গাড়ি ভাড়া দিয়েছি ৬০/সবমিলিয়ে এই বিয়েতে খরচ করেছি ৬৬০/সুতরাং এই খরচ খাওয়ার টেবিলেই তুলতে হবে ⚠️ এমন মনোভাব নিয়ে চিন্তা নিয়ে কয়েক জনের খাবার একা খাবো ভেবে সব আইটেম প্লেটে নিলাম । খাওয়া শেষে দেখলাম প্লেটে ৬০ ভাগ খাবারই খেতে পারিনি । এতে আমার কোন আফসোস নেই, কারণ খরচের পয়সা তো উসুল করতে পেরেছি !! এমনটা ভেবে হাসিমুখে বিজয়ীর বেশে যখন খাবার টেবিল ছেড়ে আসছি , তখন পেছনে একজন পিতার বহু বছরের শ্রমে তিল তিল করে জমানো টাকায় মেয়ের বিয়ে উপলক্ষে আয়োজন করা খাবার । এখানে যখন আমি বিজয়ীর হাসি হাসছি , তখন হয়তো সেই পিতা হিসাব করছেন, দুশ্চিন্তা করছেন , এই খাবার আয়োজন করতে গিয়ে হওয়া দেনা নিয়ে। যে মুহুর্তে আমি অপচয় করে সগৌরবে অট্টহাসি দিচ্ছি , সে মুহুর্তেই হয়তো বিশ্বের নানান প্রান্তে খাবারের অভাবে বুকফাটা আর্তনাদ করছে আমারই মতো রক্তমাংসের কোন অসহায় মানুষ । সুতরাং , সামর্থ্য থাকলে গিফট দেবেন , না থাকলে দেবেন না । কিন্ত গিফটের পয়সা উসুলের অজুহাতে বিয়ে বাড়িতে খাবার অপচয় করবেন না প্লিজ <<<<< !! আসুন অপচয় নয় , প্রয়োজন অনুযায়ী খাবার নিই 🙏🙏 (কপি)
Like
Sad
24
0 Σχόλια 0 Μοιράστηκε 323 Views 0 Προεπισκόπηση
Προωθημένο