একজন ব্যক্তি আগুনের শিখার মধ্যে একটি সাপকে পুড়তে দেখে সেটিকে উদ্ধার করার সিদ্ধান্ত নেয়। তিনি সাপটি ধরতে না ধরতেই সাপটি তাকে কামড়ায়। এবং এটি ব্যক্তিটির যন্ত্রনাদায়ক ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। ব্যক্তিটি তৎক্ষনাৎ সাপটিকে ফেলে দেয় এবং সাপটি আবারো আগুনের শিখায় পুড়তে থাকে।
এসময় লোকটি চারদিকে তাকায় এবং একটি ধাতব লাঠি খুঁজে পায়।সাপটি বাঁচাতে তিনি এ লাঠিটা ব্যবহার করেন।
আরেক জন ব্যক্তি যিনি আড়ালে ঘটনাটা দেখছিলেন তিনি লোকটির কাছে আসলেন এবং জিজ্ঞেস করলেন, এই সাপটি আপনাকে কামড়ালো!তারপরও কেন তাকে বাঁচানোর চেষ্টা করলেন?
তখন সে লোকটি তাকে জবাব দেয় "সাপের স্বভাব কামড়ানো,তবে তাতে আমার স্বভাব পরিবর্তন হবে না। আর আমার স্বভাব হচ্ছে সাহায্য করা"।
কারো আঘাতের কারনে আপনার স্বভাব পরিবর্তন করবেন না। আপনার মনের পবিত্রতাকে হারাবেন না।সাবধানতার সাথে কাজ করতে শিখুন। আমাদের চার পাসে সাপের মতো একদল মানুষ আছে যারা আপনাকে সুযোগ পেলেই কামরাতে (ক্ষতি করার) চেষ্টা করবে। তার জন্য আপনি আপনার স্বভাব পরিবর্তন করে তার ক্ষতি করার দরকার নেই। তার প্রাপ্য সৃষ্টিকর্তা সময় মতো বুঝিয়ে দিবেন। আপনি শুধু একটু অপেক্ষা করুন।
একজন ব্যক্তি আগুনের শিখার মধ্যে একটি সাপকে পুড়তে দেখে সেটিকে উদ্ধার করার সিদ্ধান্ত নেয়। তিনি সাপটি ধরতে না ধরতেই সাপটি তাকে কামড়ায়। এবং এটি ব্যক্তিটির যন্ত্রনাদায়ক ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। ব্যক্তিটি তৎক্ষনাৎ সাপটিকে ফেলে দেয় এবং সাপটি আবারো আগুনের শিখায় পুড়তে থাকে। এসময় লোকটি চারদিকে তাকায় এবং একটি ধাতব লাঠি খুঁজে পায়।সাপটি বাঁচাতে তিনি এ লাঠিটা ব্যবহার করেন। আরেক জন ব্যক্তি যিনি আড়ালে ঘটনাটা দেখছিলেন তিনি লোকটির কাছে আসলেন এবং জিজ্ঞেস করলেন, এই সাপটি আপনাকে কামড়ালো!তারপরও কেন তাকে বাঁচানোর চেষ্টা করলেন? তখন সে লোকটি তাকে জবাব দেয় "সাপের স্বভাব কামড়ানো,তবে তাতে আমার স্বভাব পরিবর্তন হবে না। আর আমার স্বভাব হচ্ছে সাহায্য করা"। কারো আঘাতের কারনে আপনার স্বভাব পরিবর্তন করবেন না। আপনার মনের পবিত্রতাকে হারাবেন না।সাবধানতার সাথে কাজ করতে শিখুন। আমাদের চার পাসে সাপের মতো একদল মানুষ আছে যারা আপনাকে সুযোগ পেলেই কামরাতে (ক্ষতি করার) চেষ্টা করবে। তার জন্য আপনি আপনার স্বভাব পরিবর্তন করে তার ক্ষতি করার দরকার নেই। তার প্রাপ্য সৃষ্টিকর্তা সময় মতো বুঝিয়ে দিবেন। আপনি শুধু একটু অপেক্ষা করুন।
Like
11
0 التعليقات 0 المشاركات 1كيلو بايت مشاهدة 0 معاينة