একজন খুব বড় দরের অফিসার সবে সবে রিটায়ার করে একটি খুব দামি হাউসিং সোসাইটি তে থাকতে এসেছেন। সেই খুব বড় অফিসার ভীষন ভাবে নিজের দাম্ভিকতা নিয়ে ব‍্যাস্ত ছিলেন ফলে কারোর সাথে কথা বলতেন না। একদিন তিনি আর একজন বয়স্ক লোকের পাশে গল্প করার জন্য বসলেন, তারপর থেকে ওনার পাশেই রোজ বসতে
থাকেন। ঐ বড় অফিসারের কথাবার্তা সব সময় এক ই বিষয়ের ওপর ছিল অর্থাৎ আমি এতবড় অফিসার ছিলাম যে কেউ
কল্পনাও করতে পারবে না, আমি তো এখানে একরকম বাধ্য হয়ে এসেছি ইত্যাদি ইত্যাদি।
শুনতে শুনতে ওই বয়স্ক মানুষ টি একদিন আর থাকতে না পেরে বলেন ' রিটায়ারমেন্টের পরে আমরা সবাই একটি ফিউজ বাল্বের মতন, কে কত ওয়াটের তার কোন মুল‍্য
নেই।' তিনি আরও বলেন আমি এই সোসাইটিতে আছি গত পাঁচ বছর ধরে, আজ পর্যন্ত কাউকে আমি বলিনি যে আমি দুবার
'মেম্বার অফ পার্লামেন্ট' ছিলাম। ঐ যে উনি ভার্মাজি রেলের জেনারেল ম্যানেজার, ঐ যে সিং সাহেব আর্মির ব্রিগেডিয়ার, এই যে মেহেরা জি ISRO র চিফ এরা আমাকে কেউ বলেনি, কিন্তু আমি জানি। “সমস্ত ফিউজ বাল্ব সমান, সেটা 0 ওয়াট হোক বা 100 ওয়াটের বা হ‍্যালোজেন বা ফ্লাড লাইট যাইহোক না কেন ”. আপনি যত তাড়াতাড়ি এটা বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আপনি সবার সাথে মিলে মিশে থাকতে পারবেন।
লেখা-সংগৃহীত--
ছবি-পোস্টদাতা
একজন খুব বড় দরের অফিসার সবে সবে রিটায়ার করে একটি খুব দামি হাউসিং সোসাইটি তে থাকতে এসেছেন। সেই খুব বড় অফিসার ভীষন ভাবে নিজের দাম্ভিকতা নিয়ে ব‍্যাস্ত ছিলেন ফলে কারোর সাথে কথা বলতেন না। একদিন তিনি আর একজন বয়স্ক লোকের পাশে গল্প করার জন্য বসলেন, তারপর থেকে ওনার পাশেই রোজ বসতে থাকেন। ঐ বড় অফিসারের কথাবার্তা সব সময় এক ই বিষয়ের ওপর ছিল অর্থাৎ আমি এতবড় অফিসার ছিলাম যে কেউ কল্পনাও করতে পারবে না, আমি তো এখানে একরকম বাধ্য হয়ে এসেছি ইত্যাদি ইত্যাদি। শুনতে শুনতে ওই বয়স্ক মানুষ টি একদিন আর থাকতে না পেরে বলেন ' রিটায়ারমেন্টের পরে আমরা সবাই একটি ফিউজ বাল্বের মতন, কে কত ওয়াটের তার কোন মুল‍্য নেই।' তিনি আরও বলেন আমি এই সোসাইটিতে আছি গত পাঁচ বছর ধরে, আজ পর্যন্ত কাউকে আমি বলিনি যে আমি দুবার 'মেম্বার অফ পার্লামেন্ট' ছিলাম। ঐ যে উনি ভার্মাজি রেলের জেনারেল ম্যানেজার, ঐ যে সিং সাহেব আর্মির ব্রিগেডিয়ার, এই যে মেহেরা জি ISRO র চিফ এরা আমাকে কেউ বলেনি, কিন্তু আমি জানি। “সমস্ত ফিউজ বাল্ব সমান, সেটা 0 ওয়াট হোক বা 100 ওয়াটের বা হ‍্যালোজেন বা ফ্লাড লাইট যাইহোক না কেন ”. আপনি যত তাড়াতাড়ি এটা বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আপনি সবার সাথে মিলে মিশে থাকতে পারবেন। লেখা-সংগৃহীত-- ছবি-পোস্টদাতা
Like
6
2 Σχόλια 0 Μοιράστηκε 48 Views 0 Προεπισκόπηση