Gesponsert
Jüngste Beiträge
-
5 kotha plot in Sector 16 Uttara Neu৳1উত্তরা ১৬ নং সেক্টরে ৫ কাঠার জায়গাটি খুবই কম দামে বিক্রি হবে; আরজেন্ট টাকার প্রয়োজন
উত্তরা ১৬ নং সেক্টরের ঘা ঘেষে বিজিএমইএ ইউনিভাসিটি এবং উত্তরা ইউনিভার্সিটির মেইন ক্যম্পাসের সাথে ধৌড় মৌজায় ৫ কাঠার একটি এবং 6 কাঠার একটি কর্নার প্লট বিক্রয় হবে।
যা আছে নিকটে ঃ
-----------------------------------
1/মেট্রেরেল ষ্টেশন ও মেট্রো ডীপো
2/উত্তরা আঞ্চলিক পুলিশ লাইন
3/ তুরাগ মডেল থানা
4। ই- পাসপোর্ট ভবন
5/ বিজিএমইএ ইউনিভার্সিটি (মেইন ক্যাম্পাস)
6/ উত্তরা ইউনিভার্সিটি চলমান (মেইন ক্যাম্পাস )
7/ আশা ইউনিভার্সিটি কাজ চলমান (মেইন ক্যাম্পাস )
8/ হ্যাল ব্যারি ৫ স্টার হোটেল (প্রস্তাবিত )
9/ এডিসন গ্রুপের নিজস্ব ভবন
10/ জাপান হসপিটালের নিজস্ব ভবন (প্রস্তাবিত)
11/ নিউ হ্যভেন সিটির আধুনিক মানের শপিং কমপ্লেক্স
12/ প্লটের সামনে ২০ ফিট চওড়া রাস্তা
13/ উত্তরা ১৬ নং সেক্টরের ঘা ঘেঁষে অবস্থিত
14/ নতুন ই - পাসপোর্ট ভবন
15/ উত্তরা ১৬ নং সেক্টর হতে সরাসরি সংযোগ
বিস্তারিত জানতে ফোন করুন
01301-60 59 85 (whatsapp)উত্তরা ১৬ নং সেক্টরে ৫ কাঠার জায়গাটি খুবই কম দামে বিক্রি হবে; আরজেন্ট টাকার প্রয়োজন উত্তরা ১৬ নং সেক্টরের ঘা ঘেষে বিজিএমইএ ইউনিভাসিটি এবং উত্তরা ইউনিভার্সিটির মেইন ক্যম্পাসের সাথে ধৌড় মৌজায় ৫ কাঠার একটি এবং 6 কাঠার একটি কর্নার প্লট বিক্রয় হবে। যা আছে নিকটে ঃ ----------------------------------- 1/মেট্রেরেল ষ্টেশন ও মেট্রো ডীপো 2/উত্তরা আঞ্চলিক পুলিশ লাইন 3/ তুরাগ মডেল থানা 4। ই- পাসপোর্ট ভবন 5/ বিজিএমইএ ইউনিভার্সিটি (মেইন ক্যাম্পাস) 6/ উত্তরা ইউনিভার্সিটি চলমান (মেইন ক্যাম্পাস ) 7/ আশা ইউনিভার্সিটি কাজ চলমান (মেইন ক্যাম্পাস ) 8/ হ্যাল ব্যারি ৫ স্টার হোটেল (প্রস্তাবিত ) 9/ এডিসন গ্রুপের নিজস্ব ভবন 10/ জাপান হসপিটালের নিজস্ব ভবন (প্রস্তাবিত) 11/ নিউ হ্যভেন সিটির আধুনিক মানের শপিং কমপ্লেক্স 12/ প্লটের সামনে ২০ ফিট চওড়া রাস্তা 13/ উত্তরা ১৬ নং সেক্টরের ঘা ঘেঁষে অবস্থিত 14/ নতুন ই - পাসপোর্ট ভবন 15/ উত্তরা ১৬ নং সেক্টর হতে সরাসরি সংযোগ বিস্তারিত জানতে ফোন করুন 01301-60 59 85 (whatsapp)0 Kommentare 0 Anteile 2KB Ansichten 0 VorschauPlease log in to like, share and comment! -
গরুর খামার তৈরিতে যে সমস্যা গুলো জানা প্রয়োজন?গরুর খামার তৈরিতে যে সমস্যা গুলো জানা প্রয়োজনঃ 1) দুধ সংগ্রহ কেন্দ্র স্থাপনের মাধ্যমে কাঁচা দুধ বাজারজাতকণের ব্যবস্থা না থাকা। 2) কাচা দুধ প্যাকেটজাত করে বাজারজাতকণের ব্যবস্থা না থাকা। 3)উন্নত জাতের বকনা প্রাপ্তি সম্পর্কে তথ্য না থাকা। 4) প্রয়োজনীয় পরিমাণ কাচা ঘাসের সংস্থান না খাকা। 5) সঠিক পরিমান ঋণের প্রাপ্যতা না থাকা। 6) আঁশ ও দানাদার জাতীয় খাদ্যের উচ্চ...0 Kommentare 0 Anteile 2KB Ansichten 0 Vorschau
-
সাভারে ৫ শতাংশ জমি Neu৳100সাভারের ভিতরে জাহাঙ্গীর নগর ভার্সিটির পিছনে ৬০ ফিট রাস্তার থেকে এক প্লট ভিতরে রাস্তা ১৪ ফিটের সাথে ৫ শতাংশ করে ২ টি প্লট বিক্রি করা হবে।
চার পর্চার নির্ভেজাল কাগজ স্কয়ার জমি,এখনি বাড়ি বাড়ি করার উপযোগি।
সামনের প্লটে ১০ তলা বাড়ির প্লান পাস করা।
কাজ ধরবেন, দেখার মতো জায়গা ভালো লাগবে ১০০%।
জমির দাম ও ছবি ভিডিও পেতে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন।
মোঃ রাজু
০১৭১০০৮৮০৮০সাভারের ভিতরে জাহাঙ্গীর নগর ভার্সিটির পিছনে ৬০ ফিট রাস্তার থেকে এক প্লট ভিতরে রাস্তা ১৪ ফিটের সাথে ৫ শতাংশ করে ২ টি প্লট বিক্রি করা হবে। চার পর্চার নির্ভেজাল কাগজ স্কয়ার জমি,এখনি বাড়ি বাড়ি করার উপযোগি। সামনের প্লটে ১০ তলা বাড়ির প্লান পাস করা। কাজ ধরবেন, দেখার মতো জায়গা ভালো লাগবে ১০০%। জমির দাম ও ছবি ভিডিও পেতে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন। মোঃ রাজু ০১৭১০০৮৮০৮০ -
😭 আবু সাইদ বুক পেতে দাঁড়িয়েছিল। সে ভাবেনি পুলিশ তাকে সত্যিই গু"লি করবে।
তাই প্রথম গু"লি"টা খেয়ে সে একটু হতভম্ব হয়ে কেঁপে উঠল।
তার বিশ্বাস হলোনা, ওই প্রান্তের পুলিশ তার মতই বাংলায় কথা বলে, তার মত দু বেলা ভাত খায়, একই মাটির গন্ধ গায়ে…
কেঁপে উঠেও আবার পা শক্ত করে দাঁড়াল। তা নাহলে বন্ধুরা কী বলবে! একটা গুলির আঘাতে সে পড়ে গেছে! গায়ে শক্তি নাই।
আড্ডায় বন্ধুদের পরে গর্ব করে বলবে, দেখছিস তোরা কেমন বুক চিতিয়ে বাঘের মত দাঁড়াইছিলাম? হুহ!
আবু সাইদ আবার কেঁপে উঠলো কারন আরেকটি গু"লি ছোঁড়া হয়েছে।
এই পর্যায়ে তার নিজেকে ধরে রাখতে কষ্ট হয়ে গেল। তবু সে প্রাণপনে চেষ্টা করতে লাগল।
তার রোগা-পাতলা, বাঙাল , অপুষ্ট শরীরে এত শক্তি কোন কালেই ছিলনা।
হঠাৎ মনে পড়ে গেল সে অজপাড়া গাঁয়ের দরিদ্র ঘরের ছেলে যার মাসের টিউশানির টাকা পাঠালে গরীব বাবা মায়ের খাবারের টাকা হয়।
সে ফাইভে ও এইটে বৃত্তি পেয়েছিল। তার মূর্খ বাবা মা আশা বেঁধেছিলেন আবু সাইদ বড় ভার্সিটিতে টেকার পর তাদের সব কষ্ট দূর হয়ে যাবে।
বোনটা শেষবার আদর করে কী বলেছিল সেটাও বোধ করি মনে পড়ে গেল।
আবু সাইদের ঘরে ফেরার কথা ছিল রাত দশটায়।
দশটা কি বেজে গেছে?
মায়ের গায়ের গন্ধটা বারুদের মত হয়ে গেল কী করে?😭 আবু সাইদ বুক পেতে দাঁড়িয়েছিল। সে ভাবেনি পুলিশ তাকে সত্যিই গু"লি করবে। তাই প্রথম গু"লি"টা খেয়ে সে একটু হতভম্ব হয়ে কেঁপে উঠল। তার বিশ্বাস হলোনা, ওই প্রান্তের পুলিশ তার মতই বাংলায় কথা বলে, তার মত দু বেলা ভাত খায়, একই মাটির গন্ধ গায়ে… কেঁপে উঠেও আবার পা শক্ত করে দাঁড়াল। তা নাহলে বন্ধুরা কী বলবে! একটা গুলির আঘাতে সে পড়ে গেছে! গায়ে শক্তি নাই। আড্ডায় বন্ধুদের পরে গর্ব করে বলবে, দেখছিস তোরা কেমন বুক চিতিয়ে বাঘের মত দাঁড়াইছিলাম? হুহ! আবু সাইদ আবার কেঁপে উঠলো কারন আরেকটি গু"লি ছোঁড়া হয়েছে। এই পর্যায়ে তার নিজেকে ধরে রাখতে কষ্ট হয়ে গেল। তবু সে প্রাণপনে চেষ্টা করতে লাগল। তার রোগা-পাতলা, বাঙাল , অপুষ্ট শরীরে এত শক্তি কোন কালেই ছিলনা। হঠাৎ মনে পড়ে গেল সে অজপাড়া গাঁয়ের দরিদ্র ঘরের ছেলে যার মাসের টিউশানির টাকা পাঠালে গরীব বাবা মায়ের খাবারের টাকা হয়। সে ফাইভে ও এইটে বৃত্তি পেয়েছিল। তার মূর্খ বাবা মা আশা বেঁধেছিলেন আবু সাইদ বড় ভার্সিটিতে টেকার পর তাদের সব কষ্ট দূর হয়ে যাবে। বোনটা শেষবার আদর করে কী বলেছিল সেটাও বোধ করি মনে পড়ে গেল। আবু সাইদের ঘরে ফেরার কথা ছিল রাত দশটায়। দশটা কি বেজে গেছে? মায়ের গায়ের গন্ধটা বারুদের মত হয়ে গেল কী করে? -
চার কাঠা জমি, বাড়ি বিক্রি হবে Used৳45000000এই বাড়িটি বিক্রি হবে
জমির পরিমাণ চার কাঠা
৭" তালার প্লান রাজকের
পাঁচ"তালা কমপ্লিট
গ্যাস পানি বিদ্যুৎ বৈধ
চার ইউনিটের বাড়ি
রাস্তা তিরিশ ফিট
বাড়ির নিচে মার্কেট
একদম নিউ নতুন বাড়ি
বাড়ির বয়স তিন থেকে চার বছর
বাড়ির মালিক দুইজন দুই ভাই
বর্তমানে ভাড়া আসে প্রতি মাসে ১ লক্ষ ৭০ হাজার টাকা
ব্যাংক লোন ৮০ লক্ষ টাকা
মালিকের প্যাকেজ মূল্য সাড়ে চার কোটি ৫০ লক্ষ টাকা
এই বাড়িটি হলো ঢাকা টঙ্গী গাজীপুর ২৭।
বিস্তারিত জানতে : 0160 3728722এই বাড়িটি বিক্রি হবে জমির পরিমাণ চার কাঠা ৭" তালার প্লান রাজকের পাঁচ"তালা কমপ্লিট গ্যাস পানি বিদ্যুৎ বৈধ চার ইউনিটের বাড়ি রাস্তা তিরিশ ফিট বাড়ির নিচে মার্কেট একদম নিউ নতুন বাড়ি বাড়ির বয়স তিন থেকে চার বছর বাড়ির মালিক দুইজন দুই ভাই বর্তমানে ভাড়া আসে প্রতি মাসে ১ লক্ষ ৭০ হাজার টাকা ব্যাংক লোন ৮০ লক্ষ টাকা মালিকের প্যাকেজ মূল্য সাড়ে চার কোটি ৫০ লক্ষ টাকা এই বাড়িটি হলো ঢাকা টঙ্গী গাজীপুর ২৭। বিস্তারিত জানতে : 0160 3728722 -
https://www.youtube.com/watch?v=WisFnJKix44WWW.YOUTUBE.COMমিশরীয় রাজা আখেনাথন পুরো গল্প | বাংলা ডাবিং | Joseph The Prophet | Yousuf-Zulekha | Bangla Dubbedমিশরীয় রাজা আখেনাথন পুরো গল্প | বাংলা ডাবিং | Joseph The Prophet | Yousuf-Zulekha | Bangla Dubbedচরিত্রগুলির পুরো গল্প | বাংলা ডাবিং 👉 https://youtube.com/...
-
যা কাজ পাও তাই করো
চাকরি, ব্যবসা, অফিসিয়াল, নন অফিসিয়াল,সেলস ম্যান, সেলস অফিসার, মার্কেটিং অফিসার, ফ্লোর ইনচার্জ, সার্বেয়ার, স্টোর কীপার, ফিল্ড অফিসার, কালেকশান অফিসার, গার্মেন্টসের কিউসি,টীম মেম্বার থেকে শুরু করে সব কাজ। চাকরি দরকার, চেয়ার না।
কাজ করলে গা ভেঙ্গে যায়না। ইজ্জত ও যায়না। যাদের লজ্জার ভয়ে তুমি এসব কাজ ছোট করে দেখছো, তারা তুমি দুপুরে উপুস করে আছো এটা জানবেও না। তারা তোমারে খাওয়ায় না পড়ায়?
খালি পরামর্শ আর উপদেশ। এইটা কইরো না, হেইটা কইরো না। কিরে ভাই, আমি পানের দোকান করলে আপনার কি? পরামর্শ প্রবণ গোটা জাতি..
কাজে কোন 'না' নেই। যাই পাও তাই করো। কর্মই ধর্ম। আর কর্মই ধর্ম করতে গেলে তোমার চর্ম হতে হবে পুরো। একেবারে মোটা চামড়া। পাতলা চামড়ার জন্য এই দুনিয়া না৷ এখানে কথা শুনতে হবে, গালি শুনতে প্রস্তুত থাকা লাগবে।
পানের দোকান দাও, যদিও এতে তোমার গুস্টির জাত চলে যাবে। ইজ্জত ধুলোয় মিশে যাবে। CNG চালাও। মাত্র ১০০০ টাকা দৈনিক জমা। মাসে আয় প্রায় ২০০০০/-। ভাবা যায়? অবশ্য এতে তোমার পরিবারের সম্মান হানি হবে৷ তোমার গোস্টিতে কেউ বউও দিবে না!
আরে আজব। বিয়ে করতে চাইলে সমস্যা, অবৈধ প্রেমে বাঁধা নেই! না খেয়ে মরলে খোঁজ নেই। CNG চালালে অচ্যুত! অলরেডি পাঠাও উবার তাদের কাজ শুরু করে দিয়েছে। পোলাপান এখন আয়ের বহু পথ খুঁজে নিয়েছে৷ তারা ফুড পান্ডায় পিৎজা সাপ্লাই দিয়ে কমিশন নেয়। তাতে তদের বেজ্জতি হয়নি।
অত ভাবনার কিছু নেই। যা খুশি করো। শরবত বিক্রি করো, এখন দারুণ সিজন। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান শহরে রুহ আফজা ফ্লেভরের শরবত বিক্রি করতেন। ভারতের নরেন্দ্র মোদি রেল স্টেসানে চা বিক্রি করতেন। আমেরিকার প্রেসিডেন্ট জিমি কার্টার বিক্রি করতেন বাদাম।
যাদের তুমি শরম পাচ্ছ, আর দশ বছর পর নিজেই নিজের কাছে লজ্জা পাবা। তারা তোমার কোন উপকারেই আসেনি। লোহার জাহাজ পানিতে ভাসানো হবে জেনে এলাকার লোকজন (সম্ভবত যে সি পেরিয়ারকে) ঢিল মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল। অথচ, সেটাই হয়ে গেল সভ্যতার বিশাল আবিস্কার।
যারা হাসে, তারা নেংটি ইঁদুরের মত আজীবনই হাসবে। তাদের ধারণা একটাই, ধুর পোলাটারে দিয়ে কিচ্ছু হবে না।
নিজের ইচ্ছেকে প্রাধান্য দাও। স্বপ্ন টাকে জিইয়ে রাখো। অনেকে পাগল ডাকবে। আমার ধারণা কিছুটা পাগলা টাইপের হলেই ভালো। সারা জীবন ফার্স্ট হয়ে যাওয়া ছেলেটাকে বোর্ড পরীক্ষায় ফেল করতে দেখেছি। ব্যাক বেঞ্চারকে বিশাল প্রতিষ্ঠানের
©যা কাজ পাও তাই করো চাকরি, ব্যবসা, অফিসিয়াল, নন অফিসিয়াল,সেলস ম্যান, সেলস অফিসার, মার্কেটিং অফিসার, ফ্লোর ইনচার্জ, সার্বেয়ার, স্টোর কীপার, ফিল্ড অফিসার, কালেকশান অফিসার, গার্মেন্টসের কিউসি,টীম মেম্বার থেকে শুরু করে সব কাজ। চাকরি দরকার, চেয়ার না। কাজ করলে গা ভেঙ্গে যায়না। ইজ্জত ও যায়না। যাদের লজ্জার ভয়ে তুমি এসব কাজ ছোট করে দেখছো, তারা তুমি দুপুরে উপুস করে আছো এটা জানবেও না। তারা তোমারে খাওয়ায় না পড়ায়? খালি পরামর্শ আর উপদেশ। এইটা কইরো না, হেইটা কইরো না। কিরে ভাই, আমি পানের দোকান করলে আপনার কি? পরামর্শ প্রবণ গোটা জাতি.. কাজে কোন 'না' নেই। যাই পাও তাই করো। কর্মই ধর্ম। আর কর্মই ধর্ম করতে গেলে তোমার চর্ম হতে হবে পুরো। একেবারে মোটা চামড়া। পাতলা চামড়ার জন্য এই দুনিয়া না৷ এখানে কথা শুনতে হবে, গালি শুনতে প্রস্তুত থাকা লাগবে। পানের দোকান দাও, যদিও এতে তোমার গুস্টির জাত চলে যাবে। ইজ্জত ধুলোয় মিশে যাবে। CNG চালাও। মাত্র ১০০০ টাকা দৈনিক জমা। মাসে আয় প্রায় ২০০০০/-। ভাবা যায়? অবশ্য এতে তোমার পরিবারের সম্মান হানি হবে৷ তোমার গোস্টিতে কেউ বউও দিবে না! আরে আজব। বিয়ে করতে চাইলে সমস্যা, অবৈধ প্রেমে বাঁধা নেই! না খেয়ে মরলে খোঁজ নেই। CNG চালালে অচ্যুত! অলরেডি পাঠাও উবার তাদের কাজ শুরু করে দিয়েছে। পোলাপান এখন আয়ের বহু পথ খুঁজে নিয়েছে৷ তারা ফুড পান্ডায় পিৎজা সাপ্লাই দিয়ে কমিশন নেয়। তাতে তদের বেজ্জতি হয়নি। অত ভাবনার কিছু নেই। যা খুশি করো। শরবত বিক্রি করো, এখন দারুণ সিজন। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান শহরে রুহ আফজা ফ্লেভরের শরবত বিক্রি করতেন। ভারতের নরেন্দ্র মোদি রেল স্টেসানে চা বিক্রি করতেন। আমেরিকার প্রেসিডেন্ট জিমি কার্টার বিক্রি করতেন বাদাম। যাদের তুমি শরম পাচ্ছ, আর দশ বছর পর নিজেই নিজের কাছে লজ্জা পাবা। তারা তোমার কোন উপকারেই আসেনি। লোহার জাহাজ পানিতে ভাসানো হবে জেনে এলাকার লোকজন (সম্ভবত যে সি পেরিয়ারকে) ঢিল মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল। অথচ, সেটাই হয়ে গেল সভ্যতার বিশাল আবিস্কার। যারা হাসে, তারা নেংটি ইঁদুরের মত আজীবনই হাসবে। তাদের ধারণা একটাই, ধুর পোলাটারে দিয়ে কিচ্ছু হবে না। নিজের ইচ্ছেকে প্রাধান্য দাও। স্বপ্ন টাকে জিইয়ে রাখো। অনেকে পাগল ডাকবে। আমার ধারণা কিছুটা পাগলা টাইপের হলেই ভালো। সারা জীবন ফার্স্ট হয়ে যাওয়া ছেলেটাকে বোর্ড পরীক্ষায় ফেল করতে দেখেছি। ব্যাক বেঞ্চারকে বিশাল প্রতিষ্ঠানের © -
শেয়ার করে টাইমলাইনে রেখে দিন ✅
🔰জমি ক্রয়ের পূর্বে ও পরে যা করণীয়।
জমি ক্রয় কালে ক্রেতাদেরকে কী কী সাবধানতা অবলম্বন করতে হবে তা তুলে ধরা হলোঃ👇👇
১। জরিপের মাধ্যমে প্রণীত রেকর্ড অর্থাৎ খতিয়ান ও নকশা যাচাই করতে হবে।
২। জমির তফসিল অর্থাৎ জমির মৌজা, খতিয়ান নম্বর, দাগ নম্বর উক্ত দাগে জমির মোট পরিমাণ জানতে হবে।
৩। প্রযোজ্য ক্ষেত্রে সিএস, এসএ, আরএস, বিএস পর্চা দেখতে হবে।
৪। বিক্রেতা ক্রয়সূত্রে ভূমির মালিক হয়ে থাকলে তার ক্রয় দলিল বা ভায়া দলিল রেকর্ডের সঙ্গে মিল করে বিক্রেতার মালিকানা নিশ্চিত হতে হবে।
৫। বিক্রেতা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হলে সর্বশেষ জরিপের খতিয়ান বিক্রেতা বা তিনি যার মাধ্যমে প্রাপ্ত তার নামে অস্তিত্ব (যোগসূত্র) মিলিয়ে দেখতে হবে।
৬। জরিপ চলমান এলাকায় বিক্রেতার কাছে রক্ষিত মাঠ পর্চা যাচাই করে দেখতে হবে।
৭। বিক্রেতার কাছ থেকে সংগৃহীত দলিল সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিস/জেলা রেজিস্ট্রার রেকর্ড রুম হতে যাচাই করে দেখতে হবে।
৮। খতিয়ান/পর্চা/মৌজা ম্যাপ ইত্যাদি কাগজপত্র সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিস/উপজেলা ভূমি অফিস/জেলা প্রশাসকের রেকর্ড রুম হতে যাচাই করে দেখতে হবে।
৯। হাল সন পর্যন্ত ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধ আছে কি না দেখতে হবে।
১০। প্রস্তাবিত সম্পত্তির দখল বিক্রেতার আছে কি না। সম্পত্তিতে বিক্রেতার দখল না থাকলে সে জমি ক্রয় করা উচিত হবে না।
১১। ওয়ারিশি জমি কিনতে চাইলে, ঐ সম্পত্তিতে মোট কতজন ওয়ারিশ আছে তা খোজ নিয়ে দেখুন। আপনি যে ওয়ারিশের নিকট থেকে কিনবেন, তার ততটুকু বিক্রয়ের অধিকার আছে কিনা যাচাই করুন।
১২। সম্পত্তিটি খাস কিংবা সরকারী কিনা যাচাই করুন। সরকারী বা খাস সম্পত্তি বিধিবহির্ভূত ভাবে ক্রয়-বিক্রয় শাস্তিযোগ্য অপরাধ।
১৩। অন্য কোন পক্ষের সাথে বিক্রয় চুক্তি বা বায়না পত্র রেজিস্ট্রি করা আছে কি না তা যাচাই করুন।
১৪। ব্যাংক বা কোন আর্থিক প্রতিষ্ঠানের নিকট দায়বদ্ধ কি না তা যাচাই করুন।
১৫। জমি বিক্রয়ের জন্য অ্যাটর্নি নিয়োগ করা আছে কিনা তা যাচাই করুন। অ্যাটর্নি নিয়োগ করা থাকলে অ্যাটর্নি ছাড়া মূল মালিকের সম্পাদন গ্রহণযোগ্য নয়।
১৬। জমি নিয়ে মামলা মোকদ্দমা চলছে কিনা যাচাই করুন। মামলাভুক্ত জমি কেনা উচিত নয়।
✅জমি ক্রয়ের পরে ক্রেতা বা মালিকের করণীয়ঃ
১। জমি রেজিস্ট্রি করার পর ক্রয়কৃত জমির দখল, সীমানা নির্ধারণ এবং জমি ব্যবহার তথা চাষাবাদ বা বাড়ীঘর নির্মাণ করা।
২। রেজিস্ট্রি অফিস হতে মূল দলিল গ্রহন করা। মূল দলিল প্রাপ্তিতে বিলম্ব হলে দলিলের সার্টিফাইড কপি সংগ্রহ করা।
৩। মিউটেশন/নামজারী করার জন্য সহকারী কমিশনার (ভূমি) এর অফিসে দলিলের সত্যায়িত কপিসহ নির্ধারিত ফরমে আবেদন করে মিউটেশন/নামজারী করানোর ব্যবস্থা করা।
৪। নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করা, ভূমি উন্নয়ন কর পরিশোধ না করা হলে জমি নিলাম হয়ে যেতে পারে।
৫। ভালোভাবে জমির সীমানা চিহ্নিত করে না রাখলে অন্যেরা অনধিকার প্রবেশ করার সুযোগ পাবে।
ভূমি সম্পর্কিত যে কোন পরামর্শ নিতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ ✅
#landmeasure #land #dolil #jomidari #realestate #জমি_মাপা #virals #ভূমি #landscapeশেয়ার করে টাইমলাইনে রেখে দিন ✅ 🔰জমি ক্রয়ের পূর্বে ও পরে যা করণীয়। জমি ক্রয় কালে ক্রেতাদেরকে কী কী সাবধানতা অবলম্বন করতে হবে তা তুলে ধরা হলোঃ👇👇 ১। জরিপের মাধ্যমে প্রণীত রেকর্ড অর্থাৎ খতিয়ান ও নকশা যাচাই করতে হবে। ২। জমির তফসিল অর্থাৎ জমির মৌজা, খতিয়ান নম্বর, দাগ নম্বর উক্ত দাগে জমির মোট পরিমাণ জানতে হবে। ৩। প্রযোজ্য ক্ষেত্রে সিএস, এসএ, আরএস, বিএস পর্চা দেখতে হবে। ৪। বিক্রেতা ক্রয়সূত্রে ভূমির মালিক হয়ে থাকলে তার ক্রয় দলিল বা ভায়া দলিল রেকর্ডের সঙ্গে মিল করে বিক্রেতার মালিকানা নিশ্চিত হতে হবে। ৫। বিক্রেতা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হলে সর্বশেষ জরিপের খতিয়ান বিক্রেতা বা তিনি যার মাধ্যমে প্রাপ্ত তার নামে অস্তিত্ব (যোগসূত্র) মিলিয়ে দেখতে হবে। ৬। জরিপ চলমান এলাকায় বিক্রেতার কাছে রক্ষিত মাঠ পর্চা যাচাই করে দেখতে হবে। ৭। বিক্রেতার কাছ থেকে সংগৃহীত দলিল সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিস/জেলা রেজিস্ট্রার রেকর্ড রুম হতে যাচাই করে দেখতে হবে। ৮। খতিয়ান/পর্চা/মৌজা ম্যাপ ইত্যাদি কাগজপত্র সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিস/উপজেলা ভূমি অফিস/জেলা প্রশাসকের রেকর্ড রুম হতে যাচাই করে দেখতে হবে। ৯। হাল সন পর্যন্ত ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধ আছে কি না দেখতে হবে। ১০। প্রস্তাবিত সম্পত্তির দখল বিক্রেতার আছে কি না। সম্পত্তিতে বিক্রেতার দখল না থাকলে সে জমি ক্রয় করা উচিত হবে না। ১১। ওয়ারিশি জমি কিনতে চাইলে, ঐ সম্পত্তিতে মোট কতজন ওয়ারিশ আছে তা খোজ নিয়ে দেখুন। আপনি যে ওয়ারিশের নিকট থেকে কিনবেন, তার ততটুকু বিক্রয়ের অধিকার আছে কিনা যাচাই করুন। ১২। সম্পত্তিটি খাস কিংবা সরকারী কিনা যাচাই করুন। সরকারী বা খাস সম্পত্তি বিধিবহির্ভূত ভাবে ক্রয়-বিক্রয় শাস্তিযোগ্য অপরাধ। ১৩। অন্য কোন পক্ষের সাথে বিক্রয় চুক্তি বা বায়না পত্র রেজিস্ট্রি করা আছে কি না তা যাচাই করুন। ১৪। ব্যাংক বা কোন আর্থিক প্রতিষ্ঠানের নিকট দায়বদ্ধ কি না তা যাচাই করুন। ১৫। জমি বিক্রয়ের জন্য অ্যাটর্নি নিয়োগ করা আছে কিনা তা যাচাই করুন। অ্যাটর্নি নিয়োগ করা থাকলে অ্যাটর্নি ছাড়া মূল মালিকের সম্পাদন গ্রহণযোগ্য নয়। ১৬। জমি নিয়ে মামলা মোকদ্দমা চলছে কিনা যাচাই করুন। মামলাভুক্ত জমি কেনা উচিত নয়। ✅জমি ক্রয়ের পরে ক্রেতা বা মালিকের করণীয়ঃ ১। জমি রেজিস্ট্রি করার পর ক্রয়কৃত জমির দখল, সীমানা নির্ধারণ এবং জমি ব্যবহার তথা চাষাবাদ বা বাড়ীঘর নির্মাণ করা। ২। রেজিস্ট্রি অফিস হতে মূল দলিল গ্রহন করা। মূল দলিল প্রাপ্তিতে বিলম্ব হলে দলিলের সার্টিফাইড কপি সংগ্রহ করা। ৩। মিউটেশন/নামজারী করার জন্য সহকারী কমিশনার (ভূমি) এর অফিসে দলিলের সত্যায়িত কপিসহ নির্ধারিত ফরমে আবেদন করে মিউটেশন/নামজারী করানোর ব্যবস্থা করা। ৪। নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করা, ভূমি উন্নয়ন কর পরিশোধ না করা হলে জমি নিলাম হয়ে যেতে পারে। ৫। ভালোভাবে জমির সীমানা চিহ্নিত করে না রাখলে অন্যেরা অনধিকার প্রবেশ করার সুযোগ পাবে। ভূমি সম্পর্কিত যে কোন পরামর্শ নিতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ ✅ #landmeasure #land #dolil #jomidari #realestate #জমি_মাপা #virals #ভূমি #landscape -
৬ বিঘা জমি সহ গরুর খামার বিক্রি হবে Used৳100৬ বিঘা জমি সহ গরুর খামার বিক্রি হবে । জমি তে গরুর খামার করা আছে, ৮০-১০০ গরু রাখা যাবে। পানির লাইন ও বিদ্যুৎ লাইন আছে। স্টাফ ও গোডাউন রুম আছে। পুরো জমি টা রাস্তার সাথে সমান্তরাল। জমির রাস্তা - ১৬ ফিট । লোকেশন - গাজীপুর, কালীগঞ্জ। গাজীপুর টু নরসিংদী ইটা খোলা বাইপাস রোড থেকে ১০০ গজ ভিতরে জমি। আশেপাশে বাজার, স্কুল , মসজিদ সব কিছু আছে। দাম - ৫৫ লাখ টাকা বিঘা । জমির বিপরীতে ব্যাংক লোন আছে ৪০ লাখ টাকা। খাজনা খারিজ করা, কাগজপত্র ঠিক আছে।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন -
কল - 01955771664( Whatsapp).৬ বিঘা জমি সহ গরুর খামার বিক্রি হবে । জমি তে গরুর খামার করা আছে, ৮০-১০০ গরু রাখা যাবে। পানির লাইন ও বিদ্যুৎ লাইন আছে। স্টাফ ও গোডাউন রুম আছে। পুরো জমি টা রাস্তার সাথে সমান্তরাল। জমির রাস্তা - ১৬ ফিট । লোকেশন - গাজীপুর, কালীগঞ্জ। গাজীপুর টু নরসিংদী ইটা খোলা বাইপাস রোড থেকে ১০০ গজ ভিতরে জমি। আশেপাশে বাজার, স্কুল , মসজিদ সব কিছু আছে। দাম - ৫৫ লাখ টাকা বিঘা । জমির বিপরীতে ব্যাংক লোন আছে ৪০ লাখ টাকা। খাজনা খারিজ করা, কাগজপত্র ঠিক আছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন - কল - 01955771664( Whatsapp). -
গুলশানে-০২, ডুপ্লেক্স হাউজ বিক্রয় হবে---
জমিরঃ ১৯ কাঠার ও অত্যাধুনিক ডুপ্লেক্স হাউস বাড়ীসহ বিক্রয় করা হবে এবং মালিকানা সমস্ত কাগজপত্র আপডেট করা আছে, বর্তমানে চারজন মালিক,
দাম ১১৫ কোটি টাকা
যোগাযোগঃ +৮৮০১৭১৩২৫২৫০১গুলশানে-০২, ডুপ্লেক্স হাউজ বিক্রয় হবে--- জমিরঃ ১৯ কাঠার ও অত্যাধুনিক ডুপ্লেক্স হাউস বাড়ীসহ বিক্রয় করা হবে এবং মালিকানা সমস্ত কাগজপত্র আপডেট করা আছে, বর্তমানে চারজন মালিক, দাম ১১৫ কোটি টাকা যোগাযোগঃ +৮৮০১৭১৩২৫২৫০১
Mehr Artikel
Gesponsert