• পাশের বাসার আন্টি আমাদের রুমে এসে আমাকে বললো,

    --মা, কিছু টাকা হবে তোমার কাছে?

    আমি খানিক বিব্রত হয়ে বললাম,

    --আন্টি আমার কাছে চাল কেনার টাকা আছে।অতিরিক্ত
    টাকা নেই।

    --তোমাকে চাল আমি দিচ্ছি।তার বিনিময়ে তুমি চালের টাকাটা আমাকে দাও।
    ভদ্রমহিলা উদ্বিগ্ন দৃষ্টি নিয়ে আমাকে কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে যায়।

    মুন্নী, তমা,স্বর্ণা আমরা তিনজন এ-ই বাসাতে থেকেই পড়াশোনা করছি।তিনজনের বাসা ভার্সিটি থেকে অনেক দূর।তাই এখানে বাসা ভাড়া নিয়ে আমরা থাকছি।আমরা নিজেদের রান্না নিজেরাই করি। এ-ই ভদ্রমহিলা আমাদের পাশের বাসাতেই থাকে।উনার ছয় মেয়ে।আমার জানামতে উনার বর খুব সামান্য বেতনের
    কাজ করে।

    কিছুক্ষণপর ভদ্রমহিলা প্রায় তিন কেজি চাল এনে আমার
    হাতে দিয়ে বললেন,

    --মাগো, টাকাটা তাড়াতাড়ি দাও।আমার মেয়ে খুব অসুস্থ,
    ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে।

    জানিনা তিন কেজি চালের দাম দিয়ে উনি কিভাবে মেয়েকে
    ডাক্তার দেখাবেন কিংবা ঔষধ কিনবেন।আমার কাছেও
    অতিরিক্ত টাকা ছিলোনা।

    পরেরদিন ভদ্রমহিলার মেয়ের খোঁজ নেওয়ার জন্য উনার
    বাসায় যাই।গিয়ে দেখি মেয়ে শুয়ে আছে আর ভদ্রমহিলা
    তার পাশে বসে আছেন।আমাকে দেখে খুব খুশি হয়ে
    বললেন,

    --মাগো,তোমার উপকারের কথা কখনো ভুলবো না।ঐ
    টাকাটা না পেলে কি যে হতো!

    আমি উনাকে বুঝালাম, টাকাটা আমি এমনি
    দেইনি।বিনিময়ে আপনি চাল দিয়েছেন, সুতরাং এতটা
    কৃতজ্ঞ হওয়ার কিচ্ছু নেই।

    উনি আমাকে মেয়ের পাশে বসিয়ে হুট করে বেরিয়ে
    গেলেন।আমি বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম,

    --কেমন আছো?

    --ভালো আছি।
    তারপর বাচ্চাটা শোয়া থেকে উঠে বসে বললো,

    --জানেন আপু,গতকাল আপনাকে যে চাল দিয়ে মা টাকা
    এনেছে ওটা আমাদের ঘরের শেষ চাল ছিলো।মা রান্না
    করতে চাল পাতিলে নিয়েছিলেন।তারপর সেই চাল ই
    পলিথিনে ঢেলে আপনাকে দিয়ে আসে।
    আমাদের ঘরে আজ নিয়ে দুইদিন ভাত রান্না হয়নি।আমি যে
    এ-ই কথা আপনাকে বলেছি,মাকে বলবেন না।কথাটা বলে
    বাচ্চাটা আবার শুয়ে পড়ে।

    আমি আর ওর পাশে বসে থাকতে পারলাম না।খুব কষ্ট
    হচ্ছিলো।চোখ মুছতে মুছতে ঘর থেকে বের হয়ে আসলাম।

    এ-ই ঘটনাটা প্রায় বিশ বছর আগের।বিশ বছর পর আজ
    কোনো একটা কাজে আমি সেই বাসার সামনে দিয়ে
    যাচ্ছিলাম।বাসার গেটের সামনে সেই ভদ্রমহিলাকে দেখে
    থেমে যাই।উনি এখনো এ-ই বাসাতে থাকেন, এটা দেখে
    অবাক হয়েছি।

    আমি রাস্তার বিপরীতে দাঁড়িয়ে ভদ্রমহিলাকে
    দেখছি।কোনো পরিবর্তন নেই।সেই একইরকম মাথাভরতি
    কালো চুল,চেহারা।কাছে গিয়ে সালাম দিয়ে খোঁজখবর
    নিলাম।কথা বলার একপর্যায়ে উনি আমার মাথায় হাত
    রেখে বললো,

    --সেই দিনের কথা আমার সারাজীবন মনে থাকবে, মা।তুমি
    হয়তো জানো না।
    আমার বাচ্চারা জীবনে প্রথম ঐ সময়ে দুইদিন না খেয়ে
    ছিলো।আর সেটা আমাকে সহ্য করতে হয়েছে।
    অথচ দেখো,আজ আমার কোনো কিছুর অভাব নেই।এ-ই
    যে বাসাটা, এটা এখন আমাদের নিজের।
    আমার সেই মেয়েটা আজ একজন ডাক্তার।
    জানো মা,
    ধৈর্যশক্তি এমন এক জিনিস,যদি ধরতে পারা যায় তবে বেঁচে
    থাকতেই এ-র ফল দুনিয়াতে ভোগ করা যায়।

    ভদ্রমহিলার হাসিখুশি জীবন দেখে ভীষণ আনন্দ নিয়ে
    বাসাটা অতিক্রম করি।

    হাঁটতে হাঁটতে ভাবছি,জীবন বড় অদ্ভুত! কাকে,কখন,
    কোথায়, কিভাবে নিয়ে যায় তা কেউ বলতে পারে না।আর এর জন্য জীবনকে সুযোগ এবং সময় দুটোই দিতে হয়।সত্যি দিতে হয়।
    পাশের বাসার আন্টি আমাদের রুমে এসে আমাকে বললো, --মা, কিছু টাকা হবে তোমার কাছে? আমি খানিক বিব্রত হয়ে বললাম, --আন্টি আমার কাছে চাল কেনার টাকা আছে।অতিরিক্ত টাকা নেই। --তোমাকে চাল আমি দিচ্ছি।তার বিনিময়ে তুমি চালের টাকাটা আমাকে দাও। ভদ্রমহিলা উদ্বিগ্ন দৃষ্টি নিয়ে আমাকে কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে যায়। মুন্নী, তমা,স্বর্ণা আমরা তিনজন এ-ই বাসাতে থেকেই পড়াশোনা করছি।তিনজনের বাসা ভার্সিটি থেকে অনেক দূর।তাই এখানে বাসা ভাড়া নিয়ে আমরা থাকছি।আমরা নিজেদের রান্না নিজেরাই করি। এ-ই ভদ্রমহিলা আমাদের পাশের বাসাতেই থাকে।উনার ছয় মেয়ে।আমার জানামতে উনার বর খুব সামান্য বেতনের কাজ করে। কিছুক্ষণপর ভদ্রমহিলা প্রায় তিন কেজি চাল এনে আমার হাতে দিয়ে বললেন, --মাগো, টাকাটা তাড়াতাড়ি দাও।আমার মেয়ে খুব অসুস্থ, ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। জানিনা তিন কেজি চালের দাম দিয়ে উনি কিভাবে মেয়েকে ডাক্তার দেখাবেন কিংবা ঔষধ কিনবেন।আমার কাছেও অতিরিক্ত টাকা ছিলোনা। পরেরদিন ভদ্রমহিলার মেয়ের খোঁজ নেওয়ার জন্য উনার বাসায় যাই।গিয়ে দেখি মেয়ে শুয়ে আছে আর ভদ্রমহিলা তার পাশে বসে আছেন।আমাকে দেখে খুব খুশি হয়ে বললেন, --মাগো,তোমার উপকারের কথা কখনো ভুলবো না।ঐ টাকাটা না পেলে কি যে হতো! আমি উনাকে বুঝালাম, টাকাটা আমি এমনি দেইনি।বিনিময়ে আপনি চাল দিয়েছেন, সুতরাং এতটা কৃতজ্ঞ হওয়ার কিচ্ছু নেই। উনি আমাকে মেয়ের পাশে বসিয়ে হুট করে বেরিয়ে গেলেন।আমি বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, --কেমন আছো? --ভালো আছি। তারপর বাচ্চাটা শোয়া থেকে উঠে বসে বললো, --জানেন আপু,গতকাল আপনাকে যে চাল দিয়ে মা টাকা এনেছে ওটা আমাদের ঘরের শেষ চাল ছিলো।মা রান্না করতে চাল পাতিলে নিয়েছিলেন।তারপর সেই চাল ই পলিথিনে ঢেলে আপনাকে দিয়ে আসে। আমাদের ঘরে আজ নিয়ে দুইদিন ভাত রান্না হয়নি।আমি যে এ-ই কথা আপনাকে বলেছি,মাকে বলবেন না।কথাটা বলে বাচ্চাটা আবার শুয়ে পড়ে। আমি আর ওর পাশে বসে থাকতে পারলাম না।খুব কষ্ট হচ্ছিলো।চোখ মুছতে মুছতে ঘর থেকে বের হয়ে আসলাম। এ-ই ঘটনাটা প্রায় বিশ বছর আগের।বিশ বছর পর আজ কোনো একটা কাজে আমি সেই বাসার সামনে দিয়ে যাচ্ছিলাম।বাসার গেটের সামনে সেই ভদ্রমহিলাকে দেখে থেমে যাই।উনি এখনো এ-ই বাসাতে থাকেন, এটা দেখে অবাক হয়েছি। আমি রাস্তার বিপরীতে দাঁড়িয়ে ভদ্রমহিলাকে দেখছি।কোনো পরিবর্তন নেই।সেই একইরকম মাথাভরতি কালো চুল,চেহারা।কাছে গিয়ে সালাম দিয়ে খোঁজখবর নিলাম।কথা বলার একপর্যায়ে উনি আমার মাথায় হাত রেখে বললো, --সেই দিনের কথা আমার সারাজীবন মনে থাকবে, মা।তুমি হয়তো জানো না। আমার বাচ্চারা জীবনে প্রথম ঐ সময়ে দুইদিন না খেয়ে ছিলো।আর সেটা আমাকে সহ্য করতে হয়েছে। অথচ দেখো,আজ আমার কোনো কিছুর অভাব নেই।এ-ই যে বাসাটা, এটা এখন আমাদের নিজের। আমার সেই মেয়েটা আজ একজন ডাক্তার। জানো মা, ধৈর্যশক্তি এমন এক জিনিস,যদি ধরতে পারা যায় তবে বেঁচে থাকতেই এ-র ফল দুনিয়াতে ভোগ করা যায়। ভদ্রমহিলার হাসিখুশি জীবন দেখে ভীষণ আনন্দ নিয়ে বাসাটা অতিক্রম করি। হাঁটতে হাঁটতে ভাবছি,জীবন বড় অদ্ভুত! কাকে,কখন, কোথায়, কিভাবে নিয়ে যায় তা কেউ বলতে পারে না।আর এর জন্য জীবনকে সুযোগ এবং সময় দুটোই দিতে হয়।সত্যি দিতে হয়।
    Like
    Sad
    Love
    21
    1 التعليقات 0 المشاركات 42 مشاهدة 0 معاينة
  • "আমার জন্মই হয়েছে জাহান্নামে। আমি মোটেও বাড়িয়ে
    বলছি না কিন্তু। সাও পাউলোর যে বস্তিতে আমার জন্ম তার
    নাম ইনফেরিনহো(ছোট জাহান্নাম)।
    এলাকাটা ভীষণ কুখ্যাত ছিল মাদক ব্যবসার কারণে।
    আমার বাড়ির চৌকাঠ থেকে দশ কদম দূরেই খুচরো মাদক
    বিক্রেতারা হাতে হাতে মাদক বিক্রী করত ভোর থেকে রাত
    অবধি। আর তাদের ক্রেতারাও ওখানে দাঁড়িয়েই খেত
    সেগুলো।
    বন্দুক পিস্তলকে ভয় পেতাম না আমরা। কারণ দেখতে
    দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। ভয় পেতাম পুলিশকে।
    একবার পুলিশ লাথি মেরে ঘরের দরজা ভেঙে ঢুকে
    গিয়েছিল, কোন এক অপরাধীকে খুঁজছিল তারা।
    ইনফেরিনহোর প্রায় প্রত্যেক বাড়িতেই এমন দরজা ভাঙা
    পড়েছে।
    লাশ দেখলে ভয় পেতাম না আমরা। কারণ দেখতে দেখতে
    অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। আমার বয়স যখন ৮ তখন স্কুল
    যাওয়ার পথে দেখলাম একজন আমাদের গলিতে মরে পরে
    আছে। স্কুল তো যেতে হবে নাকি? আমি চোখ বন্ধ করে
    লাশটা ডিঙিয়ে স্কুলে গেলাম। ছোট জাহান্নামের জীবন
    এমনই ছিল।

    জীবনে একমাত্র আনন্দ ছিল ফুটবল। বড় ভাইয়ের সাথে
    বস্তির স্কয়ারে ফুটবল খেলতে যেতাম। একসময় সেটা
    মাটির ছিল, পরে হল কংক্রিটের। খালি পায়ে কংক্রিটেই
    ফুটবল খেলতাম, রক্তাক্ত পা নিয়ে প্রতিদিন বাড়িতে
    ফিরতাম। ভাল জুতো কেনার পয়সা ছিল না আমাদের, আর
    ছিল না স্কুল জুতো ছেঁড়ার সাহস।
    ঐ স্কয়ারে সবাই খেলত - মাদক ব্যবসায়ী, ট্রাক ড্রাইভার,
    নির্মাণ শ্রমিকেরা, পুলিশের দারোগারা। ফুটবল মাঠে সবাই
    ছিল সমান। ড্রিবলিং ব্যাপারটা আমার মাঝে সহজাত ছিল।
    ফুটবল পায়ে থাকলে মনে কোন ভয় কাজ করত না, কাউকে
    পরোয়া করতাম না আমি, কেবল কাটাতাম সবাইকে।
    ড্রাগডিলারদের ইলাস্টিকো মারতাম, দারোগাদের নাটমেগ
    করতাম, ছিনতাইকারীদের রেইনবো ফ্লিক করতাম। বল
    পায়ে থাকলে কিছুর তোয়াক্কা করতাম না।
    বাড়িতে বাবা মার সাথে এক খাটে ঘুমাতাম, কারণ আমার
    জন্য আলাদা খাট কেনার সামর্থ্য ছিল না তাদের। ঘুমের
    মাঝে পাশ ফিরলেই বাবার সাথে ঠেকতো, ওপাশ ফিরলে
    মার সাথে। আমার বয়স যখন ১১, তখন বাবা মা আলাদা
    হয়ে গেলেন। খুব কঠিন সময় তখন। বাবা ভোর ৫টায়
    কাজে বের হতেন, রাত ৮টায় ফিরতেন। তখনো বাবার সাথে
    এক খাটেই ঘুমাতাম।
    ১৪ বছর বয়সে সাও পাউলো দলে ডাক পেলাম। কোচ
    বলতেন, দেখ সবাই - খেলার দিন সবাইকে জয়ের জন্য
    ক্ষুধার্ত থাকতে হবে। আমি মনে মনে বলতাম, কোচ আমি
    আসলেই ক্ষুধার্ত, দুপুরে খাওয়া জোটে নি আমার।
    ১৮ বছর বয়সে যখন পলিস্তা কাপের ফাইনালে
    করিন্থিয়ানসকে হারিয়ে আমরা চ্যাম্পিয়ন হলাম তখনো
    আমি ঐ বস্তির বাড়িতেই থাকি, বাবার সাথে এক খাটে
    ঘুমাই। বাড়িতে ফেরার সময় রাস্তায় অপরিচিত লোকজন
    আমাকে ডাক দিত, হেই ম্যান তোমাকে তো একটু আগে
    টিভিতে দেখেছি। এখানে কি?
    আমি এখানে থাকি।
    তারা বিশ্বাস করত না, হেসেই উড়িয়ে দিত।
    গ্রেমিওর একজন প্লেয়ার একবার একটা লাল রেঞ্জ রোভার
    নিয়ে মাঠে এল। আমি মাকে বললাম, এই গাড়িটা আমি
    কিনব এক সময়।
    মা বিশ্বাস করলেন না, হেসেই উড়িয়ে দিলেন।

    এর এক বছরের মাথাতেই আমি আয়াক্সের হয়ে
    চ্যাম্পিয়নস লিগ খেললাম। নিজের বাড়ি হল, নিজের খাট।
    সেই লাল রেঞ্জ রোভার গাড়িটাও কিনে ফেললাম। মাকে
    দেখালাম, কি বলেছিলাম না?
    মা এবার হাসলেন না, কাঁদলেন। খুশির কান্না।

    আমাদের ইন্টারনেটের পয়সা ছিল না। পাশের বাসার
    তোমিওলো কাকুর ওয়াইফাই ব্যবহার করে ইউটিউবে
    রোনালদিনহো, ক্রিশ্চিয়ানো, নেইমারদের ভিডিও দেখতাম
    বারবার। এরা আমার কাছে ছিল ঈশ্বরের মত, ধরাছোঁয়ার
    বাইরে। বস্তির জীবন থেকে তিন বছরের মাথাতেই আমি
    এখন ম্যানচেস্টারে, থিয়েটার অফ ড্রিমসে ক্রিশ্চিয়ানোর
    সাথে খেলছি। ব্রাজিলে ড্রেসিং রুম শেয়ার করছি নেইমারের
    সাথে। অসম্ভব ব্যাপার তাই না? কিন্তু আমি তো বাস্তব
    করতে পেরেছি।

    মিডিয়ার লোকেরা আমাকে জিজ্ঞেস করে আমার স্বপ্নের
    ব্যাপারে, আমি কি চাই? চ্যাম্পিয়নস লিগ? ব্যালন ডর?
    বিশ্বকাপ?

    না,এগুলো লক্ষ্য, স্বপ্ন নয়। আমার স্বপ্ন ছিল আমার মা
    বাবাকে বস্তি থেকে বের করে আনা। সে জন্য জান দিতেও
    প্রস্তুত ছিলাম আমি। সে স্বপ্ন আমি পূরণ করে ফেলেছি।

    প্রতিবার যখন আমি মাঠে নামার আগে জুতোর ফিতে বাঁধি,
    আমি নিজেকে মনে করিয়ে দেই আমি কোথা থেকে উঠে
    এসেছি। বস্তি থেকে।
    হ্যাঁ,আমি বস্তির ছেলে।।
    আর আমার হাতের সিংহের ট্যাটুটা সেই সব ছেলেদের জন্য
    যারা সেই জাহান্নাম থেকে বেরনোর চেষ্টা করছে।।

    Translated & posted by Fuad Naser
    "আমার জন্মই হয়েছে জাহান্নামে। আমি মোটেও বাড়িয়ে বলছি না কিন্তু। সাও পাউলোর যে বস্তিতে আমার জন্ম তার নাম ইনফেরিনহো(ছোট জাহান্নাম)। এলাকাটা ভীষণ কুখ্যাত ছিল মাদক ব্যবসার কারণে। আমার বাড়ির চৌকাঠ থেকে দশ কদম দূরেই খুচরো মাদক বিক্রেতারা হাতে হাতে মাদক বিক্রী করত ভোর থেকে রাত অবধি। আর তাদের ক্রেতারাও ওখানে দাঁড়িয়েই খেত সেগুলো। বন্দুক পিস্তলকে ভয় পেতাম না আমরা। কারণ দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। ভয় পেতাম পুলিশকে। একবার পুলিশ লাথি মেরে ঘরের দরজা ভেঙে ঢুকে গিয়েছিল, কোন এক অপরাধীকে খুঁজছিল তারা। ইনফেরিনহোর প্রায় প্রত্যেক বাড়িতেই এমন দরজা ভাঙা পড়েছে। লাশ দেখলে ভয় পেতাম না আমরা। কারণ দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। আমার বয়স যখন ৮ তখন স্কুল যাওয়ার পথে দেখলাম একজন আমাদের গলিতে মরে পরে আছে। স্কুল তো যেতে হবে নাকি? আমি চোখ বন্ধ করে লাশটা ডিঙিয়ে স্কুলে গেলাম। ছোট জাহান্নামের জীবন এমনই ছিল। জীবনে একমাত্র আনন্দ ছিল ফুটবল। বড় ভাইয়ের সাথে বস্তির স্কয়ারে ফুটবল খেলতে যেতাম। একসময় সেটা মাটির ছিল, পরে হল কংক্রিটের। খালি পায়ে কংক্রিটেই ফুটবল খেলতাম, রক্তাক্ত পা নিয়ে প্রতিদিন বাড়িতে ফিরতাম। ভাল জুতো কেনার পয়সা ছিল না আমাদের, আর ছিল না স্কুল জুতো ছেঁড়ার সাহস। ঐ স্কয়ারে সবাই খেলত - মাদক ব্যবসায়ী, ট্রাক ড্রাইভার, নির্মাণ শ্রমিকেরা, পুলিশের দারোগারা। ফুটবল মাঠে সবাই ছিল সমান। ড্রিবলিং ব্যাপারটা আমার মাঝে সহজাত ছিল। ফুটবল পায়ে থাকলে মনে কোন ভয় কাজ করত না, কাউকে পরোয়া করতাম না আমি, কেবল কাটাতাম সবাইকে। ড্রাগডিলারদের ইলাস্টিকো মারতাম, দারোগাদের নাটমেগ করতাম, ছিনতাইকারীদের রেইনবো ফ্লিক করতাম। বল পায়ে থাকলে কিছুর তোয়াক্কা করতাম না। বাড়িতে বাবা মার সাথে এক খাটে ঘুমাতাম, কারণ আমার জন্য আলাদা খাট কেনার সামর্থ্য ছিল না তাদের। ঘুমের মাঝে পাশ ফিরলেই বাবার সাথে ঠেকতো, ওপাশ ফিরলে মার সাথে। আমার বয়স যখন ১১, তখন বাবা মা আলাদা হয়ে গেলেন। খুব কঠিন সময় তখন। বাবা ভোর ৫টায় কাজে বের হতেন, রাত ৮টায় ফিরতেন। তখনো বাবার সাথে এক খাটেই ঘুমাতাম। ১৪ বছর বয়সে সাও পাউলো দলে ডাক পেলাম। কোচ বলতেন, দেখ সবাই - খেলার দিন সবাইকে জয়ের জন্য ক্ষুধার্ত থাকতে হবে। আমি মনে মনে বলতাম, কোচ আমি আসলেই ক্ষুধার্ত, দুপুরে খাওয়া জোটে নি আমার। ১৮ বছর বয়সে যখন পলিস্তা কাপের ফাইনালে করিন্থিয়ানসকে হারিয়ে আমরা চ্যাম্পিয়ন হলাম তখনো আমি ঐ বস্তির বাড়িতেই থাকি, বাবার সাথে এক খাটে ঘুমাই। বাড়িতে ফেরার সময় রাস্তায় অপরিচিত লোকজন আমাকে ডাক দিত, হেই ম্যান তোমাকে তো একটু আগে টিভিতে দেখেছি। এখানে কি? আমি এখানে থাকি। তারা বিশ্বাস করত না, হেসেই উড়িয়ে দিত। গ্রেমিওর একজন প্লেয়ার একবার একটা লাল রেঞ্জ রোভার নিয়ে মাঠে এল। আমি মাকে বললাম, এই গাড়িটা আমি কিনব এক সময়। মা বিশ্বাস করলেন না, হেসেই উড়িয়ে দিলেন। এর এক বছরের মাথাতেই আমি আয়াক্সের হয়ে চ্যাম্পিয়নস লিগ খেললাম। নিজের বাড়ি হল, নিজের খাট। সেই লাল রেঞ্জ রোভার গাড়িটাও কিনে ফেললাম। মাকে দেখালাম, কি বলেছিলাম না? মা এবার হাসলেন না, কাঁদলেন। খুশির কান্না। আমাদের ইন্টারনেটের পয়সা ছিল না। পাশের বাসার তোমিওলো কাকুর ওয়াইফাই ব্যবহার করে ইউটিউবে রোনালদিনহো, ক্রিশ্চিয়ানো, নেইমারদের ভিডিও দেখতাম বারবার। এরা আমার কাছে ছিল ঈশ্বরের মত, ধরাছোঁয়ার বাইরে। বস্তির জীবন থেকে তিন বছরের মাথাতেই আমি এখন ম্যানচেস্টারে, থিয়েটার অফ ড্রিমসে ক্রিশ্চিয়ানোর সাথে খেলছি। ব্রাজিলে ড্রেসিং রুম শেয়ার করছি নেইমারের সাথে। অসম্ভব ব্যাপার তাই না? কিন্তু আমি তো বাস্তব করতে পেরেছি। মিডিয়ার লোকেরা আমাকে জিজ্ঞেস করে আমার স্বপ্নের ব্যাপারে, আমি কি চাই? চ্যাম্পিয়নস লিগ? ব্যালন ডর? বিশ্বকাপ? না,এগুলো লক্ষ্য, স্বপ্ন নয়। আমার স্বপ্ন ছিল আমার মা বাবাকে বস্তি থেকে বের করে আনা। সে জন্য জান দিতেও প্রস্তুত ছিলাম আমি। সে স্বপ্ন আমি পূরণ করে ফেলেছি। প্রতিবার যখন আমি মাঠে নামার আগে জুতোর ফিতে বাঁধি, আমি নিজেকে মনে করিয়ে দেই আমি কোথা থেকে উঠে এসেছি। বস্তি থেকে। হ্যাঁ,আমি বস্তির ছেলে।। আর আমার হাতের সিংহের ট্যাটুটা সেই সব ছেলেদের জন্য যারা সেই জাহান্নাম থেকে বেরনোর চেষ্টা করছে।। ©️Translated & posted by Fuad Naser
    Like
    2
    0 التعليقات 0 المشاركات 18 مشاهدة 0 معاينة
  • স্ত্রী: আটা কোন দোকান থেকে এনেছো!
    স্বামী : কেন,কি হয়েছে?
    স্ত্রী: সব রুটি পুড়ে গেছে।
    স্ত্রী: আটা কোন দোকান থেকে এনেছো! স্বামী : কেন,কি হয়েছে? স্ত্রী: সব রুটি পুড়ে গেছে।🙄
    Like
    Haha
    61
    2 التعليقات 0 المشاركات 19 مشاهدة 0 معاينة
  • Like
    3
    0 التعليقات 0 المشاركات 291 مشاهدة 0 معاينة
  • Like
    3
    0 التعليقات 0 المشاركات 271 مشاهدة 0 معاينة
  • Like
    2
    0 التعليقات 0 المشاركات 300 مشاهدة 0 معاينة
  • Like
    2
    0 التعليقات 0 المشاركات 306 مشاهدة 0 معاينة
  • Like
    2
    0 التعليقات 0 المشاركات 288 مشاهدة 0 معاينة
  • Like
    2
    0 التعليقات 0 المشاركات 291 مشاهدة 0 معاينة
  • Like
    Love
    17
    1 التعليقات 0 المشاركات 13 مشاهدة 0 معاينة