• Golden Goose Sneakers Sale out call for metallic pairs from and
    Still, both dresses underscore the codes of the singer era and sexy. You know what they say If it ain't broke don't fix it. is at the forefront of a new wave of designers whose conceptual yet wearable clothes are captivating fashion right now creative advisor and head of design womenswear at. Were proud to present a curated edit of designer adaptable wardrobe classics, and we cant wait to see...
    0 Comentários 0 Compartilhamentos 5KB Visualizações 0 Anterior
  • সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে ৭.৩০ শতাংশ জমি বিক্রি হবে Novo
    ৳500000
    Em estoque
    Savar
    0 Anterior
    সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে যাঁরা প্রাইম লোকেশনে এক‌ইসঙ্গে বাড়ি ও মার্কেট পজিশনের জায়গা খুঁজছেন:
    * জমি কেনার ক্ষেত্রে ভাগ্যে বিশ্বাস রাখবেন। ভাগ্যে থাকলে ভালো জমির খোঁজ পাবেন ; না থাকলে কিনতে পারবেন না, যত চেষ্টাই করেন।
    * যে চিনে সে কিনে। যে চিনে না, চকচকে হীরের টুকরোও তার কাছে মূল্যহীন।
    * জমি পছন্দ হলে কিনে ফেলবেন। পরে হয়তো টাকা থাকবে, কিন্তু পছন্দের জমি নাও পেতে পারেন। আপনার একটু অনাগ্রহ দেখানোর জন্য জমি হাতছাড়া হয়ে যেতে পারে।
    জমি কেনার আগে ৩টি সতর্কতা :
    ১। হুজুগে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা বাহারী ও চটকদার নামসর্বস্ব হাউজিং কোম্পানির লোভনীয় অফারে পড়ে জলে বা বালুর মাঠে সস্তায় জমি কিনে পস্তায়েন না।
    ২। কিছু অতি মুনাফালোভী মিডিয়ার দৌরাত্ম্য থেকে দূরে থাকুন। আপনার কষ্টার্জিত টাকায় অযোগ্য ও ধুরন্ধর কাউকে মোটাতাজা করবেন না।
    ৩। কাগজপত্রে ভেজাল থাকা জমি সস্তায় পেলেও পরিহার করুন। সস্তার তিন অবস্থা।
    প্লটটির বিশেষ বৈশিষ্ট্য :
    # আমরা তিন বন্ধু মিলে নিজেদের জন্য বায়না করেছিলাম, এখন টাকার জরুরি প্রয়োজনে বিক্রি করে দেব।
    আমাদের জমি কেনার জন্য মাঝখানে কাউকে এককাপ চাও খাওয়াতে হবে না।
    # সরকারি পিচঢালাই সড়কের একেবারে সঙ্গের প্লট
    # প্লটের তিনপাশেই রাস্তা। দক্ষিণে ১২ ফিট ও উত্তরে ১০ ফিট। পশ্চিমে ৩০ ফিট। আজীবন আলো- বাতাস।
    # প্লটের পশ্চিম পাশে বিশালাকার "BPATC হাউজিং সোসাইটি" এবং পূর্বপাশে BCSIR-এর জামসিং হাউজিং সোসাইটি " এবং দক্ষিণে সাভারের সবচেয়ে লুক্রেটিভ আবাসন " জাহাঙ্গীরনগর সোসাইটি"।
    # সামনের অংশে হবে বাণিজ্যিক পজিশন এবং পেছনের অংশে আবাসিক ভবন। হবে মধ্যমানের ৩টি ইউনিট।
    # রেডিও কলোনি লাগোয়া, BPATC- এর পেছনে ।রিক্সায় আরিচা মহাসড়কের রেডিও কলোনি স্টেশনে আসতে লাগে ৩ মিনিট।
    # রেজিস্ট্রেশনের পরপরই বাড়ির কাজে হাত দিতে পারবেন, হাউজিং কোম্পানির মতো যুগের পর যুগ অপেক্ষা করা লাগবে না।
    উল্লেখ্য, রাজ‌উকের পূর্বাচল প্রকল্পের বয়স ২৯ বছর, এখনও সেটা বসবাসের উপযোগী হয়নি। কেরানিগঞ্জের "ঝিলমিল প্রজেক্ট"- এর ভবিষ্যৎ অনিশ্চিত। বেসরকারি আবাসন প্রকল্পের কথা আর না-ই বা বললাম।
    # প্রাকৃতিকভাবে রাস্তাসমান উঁচু প্লট, এক কোদাল মাটি না ফেলেই বাড়ি করতে পারবেন।
    # ভেতরের পাকা সড়ক দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রিক্সায় দুমিনিটে আসা যায়।
    # প্রাকৃতিক লালমাটির বুনন, পাইলিং লাগবে না।
    # আপডেটেড ও নির্ভেজাল কাগজপত্র।
    # ৪ পর্চার পৈতৃক সম্পত্তি ও একক মালিকানা
    # পাশেই বাড়িঘর, স্কুল, মাদ্রাসা, বড় মসজিদ কলকারখানা, মার্কেট-দোকানপাট আছে। বাড়ি তুললেই ভাড়া। খালি প্লটের জমিও ভাড়া দিতে পারবেন।
    # প্লটের কর্নারেই বৈদ্যুতিক খুঁটি, খুঁটি নামানোর খরচ নেই
    # প্লটের দক্ষিণে সোলেমান মার্কেট চৌরাস্তা, উত্তরে সালাম মার্কেটের তিন রাস্তার মোড়। বাণিজ্যিকভাবে তাই গুরুত্বপূর্ণ।
    # প্লটের পজিশন ও পরিমাণ :
    # সাভার পৌরসভা, ১নং ওয়ার্ড, জামসিং এর সোলেমান মার্কেট চৌরাস্তা। জমির পরিমাণ ৭.৩০ শতাংশ।
    # রেডিও কলোনী বাসস্ট্যান্ড থেকে জামসিং সোলেমান মার্কেট চৌরাস্তা।
    ** জরুরি টাকার প্রয়োজনে বিক্রি হচ্ছে, আপনারা প্লটের পাড়ে এসে স্থানীয়দের কাছে খোঁজখবর নিয়ে দেখুন এখানে জমি কেমন দামে বেচাকেনা চলছে। এরচেয়ে সস্তায় পেলে আমারটা কেন কিনবেন?**
    যোগাযোগ কীভাবে ও কখন:
    # পছন্দ হলে প্রকৃত ক্রেতাগণ ইনবক্সে যোগাযোগ করুন। অথবা অফিস টাইমের পর সন্ধ্যায়/রাতে ছবিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করুন।
    # যারা কাগজপত্র যাচাইয়ের পর খুব দ্রুত রেজিস্ট্রেশন করে নিতে পারবেন, শুধু তারা বিস্তারিত জানার জন্য ইনবক্সে যোগাযোগ করবেন ।
    # মিডিয়া ভাইজানদের যোগাযোগের প্রয়োজন নেই।
    ** দুনিয়াতে জায়গার অভাব নেই, কিন্তু নিজের পছন্দমতো একটি জায়গার কিন্তু অভাব আছে**
    সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে যাঁরা প্রাইম লোকেশনে এক‌ইসঙ্গে বাড়ি ও মার্কেট পজিশনের জায়গা খুঁজছেন: * জমি কেনার ক্ষেত্রে ভাগ্যে বিশ্বাস রাখবেন। ভাগ্যে থাকলে ভালো জমির খোঁজ পাবেন ; না থাকলে কিনতে পারবেন না, যত চেষ্টাই করেন। * যে চিনে সে কিনে। যে চিনে না, চকচকে হীরের টুকরোও তার কাছে মূল্যহীন। * জমি পছন্দ হলে কিনে ফেলবেন। পরে হয়তো টাকা থাকবে, কিন্তু পছন্দের জমি নাও পেতে পারেন। আপনার একটু অনাগ্রহ দেখানোর জন্য জমি হাতছাড়া হয়ে যেতে পারে। জমি কেনার আগে ৩টি সতর্কতা : ১। হুজুগে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা বাহারী ও চটকদার নামসর্বস্ব হাউজিং কোম্পানির লোভনীয় অফারে পড়ে জলে বা বালুর মাঠে সস্তায় জমি কিনে পস্তায়েন না। ২। কিছু অতি মুনাফালোভী মিডিয়ার দৌরাত্ম্য থেকে দূরে থাকুন। আপনার কষ্টার্জিত টাকায় অযোগ্য ও ধুরন্ধর কাউকে মোটাতাজা করবেন না। ৩। কাগজপত্রে ভেজাল থাকা জমি সস্তায় পেলেও পরিহার করুন। সস্তার তিন অবস্থা। প্লটটির বিশেষ বৈশিষ্ট্য : # আমরা তিন বন্ধু মিলে নিজেদের জন্য বায়না করেছিলাম, এখন টাকার জরুরি প্রয়োজনে বিক্রি করে দেব। আমাদের জমি কেনার জন্য মাঝখানে কাউকে এককাপ চাও খাওয়াতে হবে না। # সরকারি পিচঢালাই সড়কের একেবারে সঙ্গের প্লট # প্লটের তিনপাশেই রাস্তা। দক্ষিণে ১২ ফিট ও উত্তরে ১০ ফিট। পশ্চিমে ৩০ ফিট। আজীবন আলো- বাতাস। # প্লটের পশ্চিম পাশে বিশালাকার "BPATC হাউজিং সোসাইটি" এবং পূর্বপাশে BCSIR-এর জামসিং হাউজিং সোসাইটি " এবং দক্ষিণে সাভারের সবচেয়ে লুক্রেটিভ আবাসন " জাহাঙ্গীরনগর সোসাইটি"। # সামনের অংশে হবে বাণিজ্যিক পজিশন এবং পেছনের অংশে আবাসিক ভবন। হবে মধ্যমানের ৩টি ইউনিট। # রেডিও কলোনি লাগোয়া, BPATC- এর পেছনে ।রিক্সায় আরিচা মহাসড়কের রেডিও কলোনি স্টেশনে আসতে লাগে ৩ মিনিট। # রেজিস্ট্রেশনের পরপরই বাড়ির কাজে হাত দিতে পারবেন, হাউজিং কোম্পানির মতো যুগের পর যুগ অপেক্ষা করা লাগবে না। উল্লেখ্য, রাজ‌উকের পূর্বাচল প্রকল্পের বয়স ২৯ বছর, এখনও সেটা বসবাসের উপযোগী হয়নি। কেরানিগঞ্জের "ঝিলমিল প্রজেক্ট"- এর ভবিষ্যৎ অনিশ্চিত। বেসরকারি আবাসন প্রকল্পের কথা আর না-ই বা বললাম। # প্রাকৃতিকভাবে রাস্তাসমান উঁচু প্লট, এক কোদাল মাটি না ফেলেই বাড়ি করতে পারবেন। # ভেতরের পাকা সড়ক দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রিক্সায় দুমিনিটে আসা যায়। # প্রাকৃতিক লালমাটির বুনন, পাইলিং লাগবে না। # আপডেটেড ও নির্ভেজাল কাগজপত্র। # ৪ পর্চার পৈতৃক সম্পত্তি ও একক মালিকানা # পাশেই বাড়িঘর, স্কুল, মাদ্রাসা, বড় মসজিদ কলকারখানা, মার্কেট-দোকানপাট আছে। বাড়ি তুললেই ভাড়া। খালি প্লটের জমিও ভাড়া দিতে পারবেন। # প্লটের কর্নারেই বৈদ্যুতিক খুঁটি, খুঁটি নামানোর খরচ নেই # প্লটের দক্ষিণে সোলেমান মার্কেট চৌরাস্তা, উত্তরে সালাম মার্কেটের তিন রাস্তার মোড়। বাণিজ্যিকভাবে তাই গুরুত্বপূর্ণ। # প্লটের পজিশন ও পরিমাণ : # সাভার পৌরসভা, ১নং ওয়ার্ড, জামসিং এর সোলেমান মার্কেট চৌরাস্তা। জমির পরিমাণ ৭.৩০ শতাংশ। # রেডিও কলোনী বাসস্ট্যান্ড থেকে জামসিং সোলেমান মার্কেট চৌরাস্তা। ** জরুরি টাকার প্রয়োজনে বিক্রি হচ্ছে, আপনারা প্লটের পাড়ে এসে স্থানীয়দের কাছে খোঁজখবর নিয়ে দেখুন এখানে জমি কেমন দামে বেচাকেনা চলছে। এরচেয়ে সস্তায় পেলে আমারটা কেন কিনবেন?** যোগাযোগ কীভাবে ও কখন: # পছন্দ হলে প্রকৃত ক্রেতাগণ ইনবক্সে যোগাযোগ করুন। অথবা অফিস টাইমের পর সন্ধ্যায়/রাতে ছবিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করুন। # যারা কাগজপত্র যাচাইয়ের পর খুব দ্রুত রেজিস্ট্রেশন করে নিতে পারবেন, শুধু তারা বিস্তারিত জানার জন্য ইনবক্সে যোগাযোগ করবেন । # মিডিয়া ভাইজানদের যোগাযোগের প্রয়োজন নেই। ** দুনিয়াতে জায়গার অভাব নেই, কিন্তু নিজের পছন্দমতো একটি জায়গার কিন্তু অভাব আছে**
    Like
    7
    0 Comentários 0 Compartilhamentos 15KB Visualizações 0 Anterior
  • Hermes Outlet you also anxiously waiting for the Trader
    I have loved Char Le for over a decade. The collection spans references he loves from the post revolution French subculture to fabrics that were treated to look as though they'd been dragged through water in times with leaner budgets, he'd douse his runway models with it. The latter is used for uniforms both for visibility even in the darkness of Earths shadow and in order to better reflect the...
    0 Comentários 0 Compartilhamentos 5KB Visualizações 0 Anterior
  • ফ্ল্যাট বুকিং দেয়ার আগে কি করবেন?
      নীচের বিষয়গুলো খেয়াল রেখে, একজন ক্রেতা ফ্ল্যাট বুকিং দিলে বা কিনলে, ঠকে যাবার সম্ভাবনা নেই:-   ০১। যেদিন ফ্ল্যাট বুকিং দেবেন, সেদিন টুকেন মানি হিসেবে ৫০ হাজার বা ২০ হাজার টাকা নিয়ে যাবেন না। যদি মনস্থির করেই থাকেন, অমুক প্রজেক্ট থেকে ফ্ল্যাট বুকিং দেবেন, তাহলে, তাদের কাছ থেকে নেয়া অমুক প্রজেক্টর ব্রশিয়্যরের শেষের পৃষ্ঠায় Terms & Condition এ দেখে নিন, কত % টাকা...
    Like
    Love
    7
    0 Comentários 0 Compartilhamentos 6KB Visualizações 0 Anterior
  • আপনি ইট-পাথরের নিষ্প্রাণ শহরে কুরবানীর ঈদ করছেন আর শহর থেকে বহুদূরের কোনো এক নিভৃত পল্লীতে পৌঁছে গেছে আপনার দেওয়া কুরবানীর গোশত। সেখানে কোনো এক দুঃখীনি মা সেই গোশত চুলায় চাপিয়েছেন আর তার ছোট ছোট অনাহারী সন্তানেরা বহুদিন পর গোশত খাবে বলে চুলার চারপাশে গোল হয়ে বসে আছে—এই দৃশ্যটা একটু কল্পনা করুন তো! আনন্দ-বেদনার মিশ্র অনুভূতিতে আপনার চোখ ভিজে ওঠার কথা।
    আপনারা যারা আমাদের মাধ্যমে কুরবানী দেন, আপনাদের দেওয়া কুরবানীর গোশতের সাথে এই ব্যাপারটিই সাধারণত ঘটে থাকে।
    এইসব অভাবী মানুষগুলো বছরে কেবল কুরবানীর ঈদেই গরু বা ছাগলের গোশত খাওয়ার সুযোগ পান। তাদের বিষয়টি বিবেচনা করে আস-সুন্নাহ ফাউন্ডেশন প্রতি বছর আয়োজন করে ‘সবার জন্য কুরবানী’।
    কুরবানী এমন এক আর্থিক ইবাদত, যা প্রতিনিধির মাধ্যমে সম্পন্ন করা যায়। যারা কোনো কারণে নিজের কুরবানী নিজে করতে পারছেন না, কিংবা নিজ এলাকায় কুরবানীর পাশাপাশি দরিদ্র অঞ্চলে আরেকটি কুরবানী করতে ইচ্ছুক, তারা আস-সুন্নাহ ফাউন্ডেশনকে কুরবানীর দায়িত্ব দিতে পারেন।
    আপনার দেওয়া কুরবানীর পশু উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন দরিদ্র অঞ্চলে জবাই করে দুস্থ ও অসহায় মানুষদের মাঝে এর গোশত বিতরণ করা হবে ইনশাআল্লাহ।
    আপনার একটি কুরবানী অথবা কুরবানীর অংশ অনেক অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারে।
    অংশগ্রহণের জন্য শর্ত: হালাল উপার্জন থেকে কুরবানীর টাকা দিতে হবে। কোনোভাবেই এই শর্তের ব্যত্যয় করা যাবে না।
    ✉ আপনার পশুটি কোথায় এবং কখন কুরবানী হবে, তা এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে ইনশাআল্লাহ।
    প্যাকেজসমূহ:
    ➤ ১টি গরু: ৯১ হাজার টাকা (প্রসেসিং কস্টসহ)।
    ➤ ১টি ছাগল ১৫ হাজার টাকা (প্রসেসিং কস্টসহ)।
    ➤ গরুর এক-সপ্তমাংশ ১৩ হাজার টাকা (প্রসেসিং কস্টসহ)।
    🗒 অংশগ্রহণের পদ্ধতি:
    ➤ এই প্রজেক্টে অংশগ্রহণ করতে পারেন আমাদের ওয়েবসাইটের মাধ্যমে। অংশগ্রহণ করতে ক্লিক করুন: https://asf.sh/qrbni
    যাঁরা ওয়েবসাইটের মাধ্যমে টাকা জমা করবেন, তাদের নাম ও মোবাইল নম্বর স্বয়ংক্রিয়ভাবে আমাদের কাছে থাকবে।
    অংশগ্রহণ করা যাবে মেনুয়াল পদ্ধতিতেও।
    ব্যংক অ্যাকাউন্ট:
    A/c Name: As Sunnah Foundation
    A/c No.07511100103013
    EXIM Bank Limited
    Satarkul Branch
    SWIFT Code: EXBKBDDH
    Routing:100264025
    Dhaka
    বিকাশ-নগদ (মার্চেন্ট) 01958277609 (পেমেন্ট অপশন থেকে পেমেন্ট করতে হবে)
    মেনুয়াল পদ্ধতিতে অংশগ্রহণকারীরা টাকা পাঠিয়ে এই গুগল ফরমটি পূরণ করুন, যাতে আমরা যথাযথভাবে প্রোফাইলিং করতে পারি: https://forms.gle/4a2JFg55Limzj1nv5
    অংশগ্রহণের শেষ তারিখ: ১২ জুন রাত ১২টা (বাংলাদেশ সময়)।
    যোগাযোগ: 01958277609
    আপনি ইট-পাথরের নিষ্প্রাণ শহরে কুরবানীর ঈদ করছেন আর শহর থেকে বহুদূরের কোনো এক নিভৃত পল্লীতে পৌঁছে গেছে আপনার দেওয়া কুরবানীর গোশত। সেখানে কোনো এক দুঃখীনি মা সেই গোশত চুলায় চাপিয়েছেন আর তার ছোট ছোট অনাহারী সন্তানেরা বহুদিন পর গোশত খাবে বলে চুলার চারপাশে গোল হয়ে বসে আছে—এই দৃশ্যটা একটু কল্পনা করুন তো! আনন্দ-বেদনার মিশ্র অনুভূতিতে আপনার চোখ ভিজে ওঠার কথা। আপনারা যারা আমাদের মাধ্যমে কুরবানী দেন, আপনাদের দেওয়া কুরবানীর গোশতের সাথে এই ব্যাপারটিই সাধারণত ঘটে থাকে। এইসব অভাবী মানুষগুলো বছরে কেবল কুরবানীর ঈদেই গরু বা ছাগলের গোশত খাওয়ার সুযোগ পান। তাদের বিষয়টি বিবেচনা করে আস-সুন্নাহ ফাউন্ডেশন প্রতি বছর আয়োজন করে ‘সবার জন্য কুরবানী’। কুরবানী এমন এক আর্থিক ইবাদত, যা প্রতিনিধির মাধ্যমে সম্পন্ন করা যায়। যারা কোনো কারণে নিজের কুরবানী নিজে করতে পারছেন না, কিংবা নিজ এলাকায় কুরবানীর পাশাপাশি দরিদ্র অঞ্চলে আরেকটি কুরবানী করতে ইচ্ছুক, তারা আস-সুন্নাহ ফাউন্ডেশনকে কুরবানীর দায়িত্ব দিতে পারেন। আপনার দেওয়া কুরবানীর পশু উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন দরিদ্র অঞ্চলে জবাই করে দুস্থ ও অসহায় মানুষদের মাঝে এর গোশত বিতরণ করা হবে ইনশাআল্লাহ। আপনার একটি কুরবানী অথবা কুরবানীর অংশ অনেক অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারে। 🔔 অংশগ্রহণের জন্য শর্ত: হালাল উপার্জন থেকে কুরবানীর টাকা দিতে হবে। কোনোভাবেই এই শর্তের ব্যত্যয় করা যাবে না। ✉ আপনার পশুটি কোথায় এবং কখন কুরবানী হবে, তা এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে ইনশাআল্লাহ। 📜 প্যাকেজসমূহ: ➤ ১টি গরু: ৯১ হাজার টাকা (প্রসেসিং কস্টসহ)। ➤ ১টি ছাগল ১৫ হাজার টাকা (প্রসেসিং কস্টসহ)। ➤ গরুর এক-সপ্তমাংশ ১৩ হাজার টাকা (প্রসেসিং কস্টসহ)। 🗒 অংশগ্রহণের পদ্ধতি: ➤ এই প্রজেক্টে অংশগ্রহণ করতে পারেন আমাদের ওয়েবসাইটের মাধ্যমে। অংশগ্রহণ করতে ক্লিক করুন: https://asf.sh/qrbni যাঁরা ওয়েবসাইটের মাধ্যমে টাকা জমা করবেন, তাদের নাম ও মোবাইল নম্বর স্বয়ংক্রিয়ভাবে আমাদের কাছে থাকবে। 📃 অংশগ্রহণ করা যাবে মেনুয়াল পদ্ধতিতেও। 🏦 ব্যংক অ্যাকাউন্ট: A/c Name: As Sunnah Foundation A/c No.07511100103013 EXIM Bank Limited Satarkul Branch SWIFT Code: EXBKBDDH Routing:100264025 Dhaka 📲 বিকাশ-নগদ (মার্চেন্ট) 01958277609 (পেমেন্ট অপশন থেকে পেমেন্ট করতে হবে) মেনুয়াল পদ্ধতিতে অংশগ্রহণকারীরা টাকা পাঠিয়ে এই গুগল ফরমটি পূরণ করুন, যাতে আমরা যথাযথভাবে প্রোফাইলিং করতে পারি: https://forms.gle/4a2JFg55Limzj1nv5 📅 অংশগ্রহণের শেষ তারিখ: ১২ জুন রাত ১২টা (বাংলাদেশ সময়)। 📞 যোগাযোগ: 01958277609
    Like
    7
    0 Comentários 0 Compartilhamentos 402 Visualizações 0 Anterior
  • সাভার পৌরসভার ১ নং ওয়ার্ডে ৯.৫০ শতক জমি Novo
    ৳530000
    Em estoque
    Savar
    0 Anterior
    সাভার পৌরসভার ১ নং ওয়ার্ডের ভিতরে যারা কম দামে জমি খুজছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন,

    ৯.৫০ শতকের খালি প্লট ১২ ফিট রাস্তার সাথে
    উত্তর জামসিং এ আধা কাছরা জমি,
    তবে উচু ঘন বসুতি, চার পর্চার নির্ভেজাল কাগজপত্র, একক মালিকানা জমি,
    অনেকেই আছে টাকা ব্যাংকে জমা করে রেখেছেন কি করবেন ভেবে পাচ্ছেন না, অতিরিক্ত চিন্তা না করে জমি কিনে রাখুন ভবিষ্যতে দিগুন লাভবান হবেন কারন মাটি কখনো বেঈমানী করেনা
    সাভার রেডিও কলোনী উত্তর জামসিং সোসাইটির পাশাপাশি
    মোঃরাজু ০১৭১০০৮৮০৮০
    সাভার পৌরসভার ১ নং ওয়ার্ডের ভিতরে যারা কম দামে জমি খুজছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, ৯.৫০ শতকের খালি প্লট ১২ ফিট রাস্তার সাথে উত্তর জামসিং এ আধা কাছরা জমি, তবে উচু ঘন বসুতি, চার পর্চার নির্ভেজাল কাগজপত্র, একক মালিকানা জমি, অনেকেই আছে টাকা ব্যাংকে জমা করে রেখেছেন কি করবেন ভেবে পাচ্ছেন না, অতিরিক্ত চিন্তা না করে জমি কিনে রাখুন ভবিষ্যতে দিগুন লাভবান হবেন কারন মাটি কখনো বেঈমানী করেনা সাভার রেডিও কলোনী উত্তর জামসিং সোসাইটির পাশাপাশি মোঃরাজু ০১৭১০০৮৮০৮০
    Like
    Love
    7
    0 Comentários 0 Compartilhamentos 15KB Visualizações 0 Anterior
  • Rate my drawing.
    Rate my drawing.🙂
    Like
    4
    0 Comentários 0 Compartilhamentos 884 Visualizações 0 Anterior
  • ৪২ দেশের ভিসা চেক করুন অনলাইনে
    অনলাইনে ভিসা চেক করার জন্য ৪২ দেশের ওয়েব এড্রেস নিম্নে প্রদান করা হলো।   এবার নিজেই চেক করুন অনলাইনে ভিসার আপডেট।    ১। -তানজানিয়া http://www.tanzania.go.tz - See more at: http://techtimebd.blogspot.com/.../05/online-visa-60.html... ২। -কাতার http://www.moi.gov.qa/VsaWeb/Actions... ৩। -কুয়েত http://www.moi.gov.kw ৪। -পাকিস্তান http://www.moitt.gov.pk/ ৫। -সৌদি আরব...
    Like
    5
    0 Comentários 0 Compartilhamentos 5KB Visualizações 0 Anterior
  • ২৪ বিঘা বাউন্ডারি করা জমি বিক্রি হবে Novo
    ৳170000000
    Em estoque
    শ্রীপুর উপজেলায় তেলিহাটি ইউনিয়ন
    0 Anterior
    বিক্রি হবে......
    ২৪ বিঘা প্লাস ফুল জমি বাউন্ডারি করা।
    স্থান: লোকেশন শ্রীপুর উপজেলায় তেলিহাটি ইউনিয়ন ।

    চালা জমি ভিতরে বড়ুই বাগান,মাল্টার বাগান,ড্রাগন ফলের বাগান,কাঠাল বাগান, কাঁঠাল বাগান এসব করা।

    মোট দাম সব কিছু মিলে ১৭ কোটি
    01887111479
    বিক্রি হবে...... ২৪ বিঘা প্লাস ফুল জমি বাউন্ডারি করা। স্থান: লোকেশন শ্রীপুর উপজেলায় তেলিহাটি ইউনিয়ন । চালা জমি ভিতরে বড়ুই বাগান,মাল্টার বাগান,ড্রাগন ফলের বাগান,কাঠাল বাগান, কাঁঠাল বাগান এসব করা। মোট দাম সব কিছু মিলে ১৭ কোটি 01887111479
    Like
    6
    0 Comentários 0 Compartilhamentos 16KB Visualizações 0 Anterior
  • ৮ জুন থেকে ১৭ জুন
    এই ১০ দিন একটা মুহুর্ত ও অবহেলা করে কাটাবেন না। যার যা চাওয়ার চেয়ে নিন।
    জিলহজ্জ মাসের প্রথম ১০ দিনের আমল
    ১.অধিক পরিমাণে তাকবির পড়া
    ২. ৯ দিন রোজা (না পারলে অন্তত শেষের ২ দিন)
    ৩.আওয়াল ওয়াক্তে ৫ ওয়াক্ত নামাজ
    ৪.প্রতিদিন কমপক্ষে ২ রাকাআত তাহাজ্জুদ
    ৫.ইশরাক, চাশত, সালাতুদ দুহার নামাজ আদায় করা
    ৬.সামর্থ্য অনুযায়ী গোপনে দান সাদাকা
    ৭.যথাসম্ভব নফল নামাজ পড়া
    ৮.কমপক্ষে ১ পারা কুরআন তেলাওয়াত
    ৯.অনবরত জিকির ইস্তেগফার ,তাসবীহ ,তাহলীল, ১০.দুরুদ পড়া
    ১১. অধিক পরিমাণে তওবা করা
    ১২. অধিক পরিমাণে জিকির করা (সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ্,লা ইলাহা ইল্লালাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লহ, আল্লাহুম্মাগফিরলি, সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি সুবেহানাল্লাহিল আজিম)
    ১৩. সুরা বাকারার শেষ ২আয়াত পাঠ করা রাতে ঘুমানোর আগে
    ১৪. সুন্নাহ অনুযায়ী সব কাজ করা।
    ইনশাআল্লাহ আমরা এই সময় টা কাজে লাগাবো। সবাই সবার জন্য দোয়া করবো।
    ৮ জুন থেকে ১৭ জুন এই ১০ দিন একটা মুহুর্ত ও অবহেলা করে কাটাবেন না। যার যা চাওয়ার চেয়ে নিন। জিলহজ্জ মাসের প্রথম ১০ দিনের আমল ১.অধিক পরিমাণে তাকবির পড়া ২. ৯ দিন রোজা (না পারলে অন্তত শেষের ২ দিন) ৩.আওয়াল ওয়াক্তে ৫ ওয়াক্ত নামাজ ৪.প্রতিদিন কমপক্ষে ২ রাকাআত তাহাজ্জুদ ৫.ইশরাক, চাশত, সালাতুদ দুহার নামাজ আদায় করা ৬.সামর্থ্য অনুযায়ী গোপনে দান সাদাকা ৭.যথাসম্ভব নফল নামাজ পড়া ৮.কমপক্ষে ১ পারা কুরআন তেলাওয়াত ৯.অনবরত জিকির ইস্তেগফার ,তাসবীহ ,তাহলীল, ১০.দুরুদ পড়া ১১. অধিক পরিমাণে তওবা করা ১২. অধিক পরিমাণে জিকির করা (সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ্,লা ইলাহা ইল্লালাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লহ, আল্লাহুম্মাগফিরলি, সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি সুবেহানাল্লাহিল আজিম) ১৩. সুরা বাকারার শেষ ২আয়াত পাঠ করা রাতে ঘুমানোর আগে ১৪. সুন্নাহ অনুযায়ী সব কাজ করা। ইনশাআল্লাহ আমরা এই সময় টা কাজে লাগাবো। সবাই সবার জন্য দোয়া করবো।
    Like
    6
    0 Comentários 0 Compartilhamentos 687 Visualizações 0 Anterior