Rehber
Jogajog - Discover new people, create new connections and make new friends
-
Please log in to like, share and comment!
-
চাচা, কিছু মনে না করলে আপনার পাশে কিছুক্ষণ দাড়াই?
- কেন?
- এমনি।
- কি আশ্চর্য! আমি ঠিক বুঝতে পারছি না।
- না না, আপনি ভয় পেয়েন না।
আপনি যে আতরটা দিয়েছেন, এই আতরটা আমার আব্বু দিত। আমি হেঁটে যাচ্ছিলাম, আমার কেন যেন মনে হলো - আব্বু দাড়িয়ে আছে।
তাই আমি এদিকে চলে আসলাম। আমি কিছুক্ষণ আপনার পাশে দাড়াই? -
Why?!!!!!!!?
Why?!!!!!!!? -
জীবনে অনেক বড় হওয়ার ইচ্ছে ছিলো
কিন্তু ৫ ফুট ৯ ইঞ্চি হয়েই আটকে গেলাম.....জীবনে অনেক বড় হওয়ার ইচ্ছে ছিলো কিন্তু ৫ ফুট ৯ ইঞ্চি হয়েই আটকে গেলাম..... -
কার বুকে ঘুমাও প্রিয়তমা?
মাথায় হাত বুলিয়ে দেয় কে এখন?
কে তোমায় হাসায় কাঁদায়,
কেইবা এখন ভাঙে গড়ে তোমার মন?
কে তোমায় গল্প বলে?
কে দেখায় চাঁদ?
কার সাথেই বা মুঠোফোনে গল্প করো সারারাত!
কার কাছে করো বায়না এখন?
কার বুকে মুখ লুকাও কান্না পেলে?
কে গুঁজে দেয় খোপায় গোলাপ
কার জন্য করো অপেক্ষা এখন সন্ধ্যা হলে?
আমি তো আজ ভীষণ দূরের মানুষ
একলা আকাশ একা যেমন দূরে
তুমিও কি ভীষণ একা?
যেমন একা কিছু তারা হাজার তাঁরার ভিড়ে !!
-
-
-
সুখবর পেতে যাচ্ছেন ভারতের নাগরিকরা। মার্কিন ভিসা পাওয়া সহজ হতে যাচ্ছে তাদের জন্য। সে ক্ষেত্রে সহজেই যুক্তরাষ্ট্রে যেতে পারবেন দেশটির নাগরিকরা। বাইডেন প্রশাসন এ উদ্যোগ নিতে যাচ্ছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে এমন সিদ্ধান্ত আসতে পারে। বুধবার (২১ জুন) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জানা যায়, ভারতীয় ও অন্যান্য দেশের কিছু মানুষ যুক্তরাষ্ট্র থেকেই তাদের এইচ-ওয়ানবি ভিসার মেয়াদ বাড়িয়ে নিতে পারবে। একটি পরীক্ষামূলক উদ্যোগের অংশ হিসেবে এটি কার্যকর করা হবে। ভবিষ্যতে এর আরও সম্প্রসারণ হতে পারে।
যুক্তরাষ্ট্রের এই ভিসা কর্মসূচিতে ভারতীয়দের অংশগ্রহণ সবচেয়ে বেশি। ২০২২ অর্থবছরের শেষে মোট ৪ লাখ ৪২ হাজার এইচ-ওয়ানবি ভিসাপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে ভারতীয়র সংখ্যা ছিল ৭৩ শতাংশ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এ পরীক্ষামূলক উদ্যোগটি শুরুতে স্বল্প পরিসরে শুরু হবে। আগামী এক থেকে দুই বছরের মধ্যে এর সম্প্রসারণ করা হবে।
মার্কিন সরকারের তথ্য অনুযায়ী সাম্প্রতিক সময় ইনফোসিস, টাটা কনসালট্যান্সি সার্ভিসেস, অ্যামাজন, গুগল ও মেটার মতো প্রতিষ্ঠানে এইচ-ওয়ানবি ভিসার মাধ্যমে কর্মী নিয়োগ দিয়েছে।সুখবর পেতে যাচ্ছেন ভারতের নাগরিকরা। মার্কিন ভিসা পাওয়া সহজ হতে যাচ্ছে তাদের জন্য। সে ক্ষেত্রে সহজেই যুক্তরাষ্ট্রে যেতে পারবেন দেশটির নাগরিকরা। বাইডেন প্রশাসন এ উদ্যোগ নিতে যাচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে এমন সিদ্ধান্ত আসতে পারে। বুধবার (২১ জুন) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। জানা যায়, ভারতীয় ও অন্যান্য দেশের কিছু মানুষ যুক্তরাষ্ট্র থেকেই তাদের এইচ-ওয়ানবি ভিসার মেয়াদ বাড়িয়ে নিতে পারবে। একটি পরীক্ষামূলক উদ্যোগের অংশ হিসেবে এটি কার্যকর করা হবে। ভবিষ্যতে এর আরও সম্প্রসারণ হতে পারে। যুক্তরাষ্ট্রের এই ভিসা কর্মসূচিতে ভারতীয়দের অংশগ্রহণ সবচেয়ে বেশি। ২০২২ অর্থবছরের শেষে মোট ৪ লাখ ৪২ হাজার এইচ-ওয়ানবি ভিসাপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে ভারতীয়র সংখ্যা ছিল ৭৩ শতাংশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এ পরীক্ষামূলক উদ্যোগটি শুরুতে স্বল্প পরিসরে শুরু হবে। আগামী এক থেকে দুই বছরের মধ্যে এর সম্প্রসারণ করা হবে। মার্কিন সরকারের তথ্য অনুযায়ী সাম্প্রতিক সময় ইনফোসিস, টাটা কনসালট্যান্সি সার্ভিসেস, অ্যামাজন, গুগল ও মেটার মতো প্রতিষ্ঠানে এইচ-ওয়ানবি ভিসার মাধ্যমে কর্মী নিয়োগ দিয়েছে। -
-