আদনান সামি আর ‘আগের আদনান সামি’ নেই। ওজন ঝরিয়ে ঝরঝরে গায়ককে চিনতে খোদ তাঁর পাঁড়ভক্তকেও বেগ পেতে হয়েছে। তবে গায়কের ওজন কমানো ঝরঝরে চেহারা এখনকার নয়, আরও কয়েক বছর আগেই ২২০ থেকে কমিয়ে নিজের ওজন ৬৫ কেজিতে নিয়ে আসেন। মাত্র ১৬ মাসে ১৫৫ কেজি কমিয়ে রীতিমতো খবরের শিরোনাম হয়েছিলেন তখন।
১০ বছর আগের সামি আর এই সামির ঘটনা বিশদে ব্যাখ্যা করতে গেলে একটু পিছিয়ে যেতে হবে গুনে গুনে ১৭ বছর।...
ভারতের জনপ্রিয় র্যাপার বাদশার সঙ্গে তাঁর স্ত্রী জেসমিনের বিবাহবিচ্ছেদ হয়েছে প্রায় দুই বছর আগে। এর পর থেকেই বাদশা নিজেকে সিঙ্গেল বলে দাবি করেছেন। কিছুদিন আগেও করণ জোহরের সঙ্গে আলাপচারিতায় বাদশা জানান, তিনি এখনো সিঙ্গেল। কিন্তু ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পাঞ্জাবি এক নায়িকার প্রেমে মজেছেন বাদশা। এক বছর ধরেই চলছে তাঁদের এই সম্পর্ক।
পাঞ্জাবি এই নায়িকার নাম ইশা রিখি। তিনি চণ্ডীগড়ের...