এবার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে মেটা
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা চলতি সপ্তাহে বড় আকারে ছাঁটাই শুরুর পরিকল্পনা করছে। এই পদক্ষেপে কোম্পানির হাজারো কর্মী চাকরি হারাতে পারেন। মেটা কর্তৃপক্ষের ছাঁটাই পরিকল্পনা সম্পর্কে অবগত সূত্রের বরাত দিয়ে গতকাল রোববার মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এই খবর দিয়েছে। খবর রয়টার্সের।
আগামী বুধবার মেটার পক্ষ থেকে কর্মী ছাঁটাই-সংক্রান্ত ঘোষণা আসতে পারে। তবে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনটি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি মেটা কর্তৃপক্ষ।
মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেছেন, তিনি প্রত্যাশা করছেন যে, মেটাভার্সে বিনিয়োগ ফলপ্রসূ হতে প্রায় এক দশক লেগে যেতে পারে। ইতিমধ্যে তিনি কর্মী নিয়োগ ও বিভিন্ন প্রকল্পের কাজ স্থগিত রেখেছেন। খরচ কমাতে তিনি কর্মীদের উৎসাহিত করছেন।
গত মাসের শেষ দিকে জাকারবার্গ বলেছিলেন, ২০২৩ সালে তাঁর কোম্পানি কতিপয় উচ্চ প্রবৃদ্ধির ক্ষেত্রে বিনিয়োগে প্রাধান্য দেবে।
গত জুনে কোম্পানিটি প্রকৌশলী নিয়োগের পরিকল্পনা ৩০ শতাংশ কমিয়ে ফেলে। জাকারবার্গ তাঁর কর্মীদের অর্থনৈতিক মন্দা পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলেছেন।
এর আগে মেটার শেয়ারহোল্ডার আলটিমিটার ক্যাপিটল ম্যানেজমেন্ট জাকারবার্গকে লেখা এক খোলা চিঠিতে বলে, বিনিয়োগকারীদের আস্থা হারাচ্ছে মেটা। কর্মী ছাঁটাই ও খরচ কমিয়ে কোম্পানিটিকে গতিশীল করা উচিত।
গত কয়েক মাসে মাইক্রোসফট, টুইটার, স্ন্যাপসহ বেশ কয়েকটি প্রযুক্তি কোম্পানি নিজেদের লোকবল ছাঁটাই করছে। তারা নতুন করে কর্মী নিয়োগও বন্ধ রেখেছে। উচ্চ সুদহার, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও ইউরোপে জ্বালানিসংকটের কারণে বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীর হয়ে যাওয়ার প্রেক্ষাপটে তারা এমন সিদ্ধান্ত নিচ্ছে।
- Art
- Causes
- Crafts
- Dance
- Drinks
- Film
- Fitness
- Food
- Games
- Gardening
- Health
- Home
- Literature
- Music
- Networking
- Other
- Party
- Religion
- Shopping
- Sports
- Theater
- Wellness