স্বামীর চেয়ে স্ত্রীর উপার্জনই বেশি যেসব তারকার!
Posted 2022-11-01 03:15:57
0
5K

বলিউডে এমন অনেক তারকা দম্পতিই রয়েছে, যাদের হিসাবের খাতাটা একটু উল্টোভাবেই চলছে। যেখানে শোভা পেয়েছে স্বামীর নয়, স্ত্রীর আয় বেশি হওয়ার প্রবণতাই।
নায়ক নায়িকার পারিশ্রমিকের বৈষম্য নতুন কিছু নয় বলিপাড়ায়। সেখানে নায়িকার চেয়ে বেশি পারিশ্রমিক নায়ক পাবে, এই অনিয়মটাই নিয়মে পরিণত হয়েছিল অনেক আগেই। তবে এর উল্টো চিত্রটাও কিন্তু কম নয়।
বলিপাড়ায় এমন অনেক তারকা দম্পতিই রয়েছেন, যাদের পরিশ্রমিক বলিউডের নায়ক নায়িকার পারিশ্রমিকের বৈষম্যকে হার মানিয়েছে।
বলিপাড়ায় এমন অনেক তারকা দম্পতিই রয়েছেন, যাদের পরিশ্রমিক বলিউডের নায়ক নায়িকার পারিশ্রমিকের বৈষম্যকে হার মানিয়েছে।
এমন তারকা দম্পতির নামের মধ্যে প্রথমেই বলা যায় দীপিকা পাড়ুকোন আর রণবীর সিংয়ের নাম। চলতি বছরের পরিসংখ্যান বলছে, বলিউডের ছবিতে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকার শীর্ষে রয়েছেন দীপিকা।
যদিও বলিউডের বৈষম্যের কারণে ছবিতে রণবীর সিংএর প্রায় অর্ধেক পারিশ্রমিক পান তিনি। কিন্তু বলিউডের সেরা প্রযোজকদের ছবিতে পরপর অভিনয়ের প্রস্তাব ছাড়াও হলিউডে অভিনয়, ব্র্যান্ড এনডোর্সমেন্ট, নিজের পোশাকের ব্যবসা, মানসিক সমস্যা নিয়ে কাজ করার সংস্থা ‘লিভ- লাভ- লাফ’- সব মিলিয়ে মোট উপার্জনের নিরিখে রণবীরকে অনেকটাই পেছনে ফেলে দিয়েছেন দীপিকা।
রণবীর সিং আর দীপিকা পাড়ুকোনের মতো একই পথে হাঁটছেন রণবীর কাপুর আর আলিয়া ভাট। রণবীরের থেকে বয়সে ছোট হলেও মোট আয়ের ক্ষেত্রে মোটেই পিছিয়ে নেই তিনি।
অন্যদিকে বিয়ের পর অভিনয় জগতে ঢিলেঢালা ভাব দিয়ে বসেন কাজল। তবে অল্পসংখ্যক কাজ করেও তিনি স্বামীর মতোই আয় করেন মাস শেষে। এ ছাড়া অক্ষয়ের সঙ্গে বিয়ের পর অভিনেত্রী টুইঙ্কেল খান্নাকে অভিনয়ে আর দেখা না গেলেও নিজের লেখালিখি, মিডিয়া হাউস, প্রযোজনা সংস্থা, সবকিছু মিলিয়ে তার আয়ও ছাড়িয়ে যায় অক্ষয় কুমারকে।
নবাব পত্নী কারিনা কাপুরও একই পথের পথিক। যদিও পৈতৃক সম্পত্তি সাইফ আলী খানের অনেক। তবে মাসিক কিংবা বাৎসরিক আয় কারিনা কাপুরেরই বেশি থাকে শেষমেশ। সাইফের ছবির তুলনায় এখনও দর্শকের আগ্রহ কারিনা কাপুরের ছবিতে। আর তাই সাইফ একটি ছবির জন্য ১০ কোটি পেলেও সেখানে কারিনা পায় ছবিপ্রতি পারিশ্রমিক ১২ কোটি।
যদিও বলিউডের বৈষম্যের কারণে ছবিতে রণবীর সিংএর প্রায় অর্ধেক পারিশ্রমিক পান তিনি। কিন্তু বলিউডের সেরা প্রযোজকদের ছবিতে পরপর অভিনয়ের প্রস্তাব ছাড়াও হলিউডে অভিনয়, ব্র্যান্ড এনডোর্সমেন্ট, নিজের পোশাকের ব্যবসা, মানসিক সমস্যা নিয়ে কাজ করার সংস্থা ‘লিভ- লাভ- লাফ’- সব মিলিয়ে মোট উপার্জনের নিরিখে রণবীরকে অনেকটাই পেছনে ফেলে দিয়েছেন দীপিকা।
রণবীর সিং আর দীপিকা পাড়ুকোনের মতো একই পথে হাঁটছেন রণবীর কাপুর আর আলিয়া ভাট। রণবীরের থেকে বয়সে ছোট হলেও মোট আয়ের ক্ষেত্রে মোটেই পিছিয়ে নেই তিনি।
অন্যদিকে বিয়ের পর অভিনয় জগতে ঢিলেঢালা ভাব দিয়ে বসেন কাজল। তবে অল্পসংখ্যক কাজ করেও তিনি স্বামীর মতোই আয় করেন মাস শেষে। এ ছাড়া অক্ষয়ের সঙ্গে বিয়ের পর অভিনেত্রী টুইঙ্কেল খান্নাকে অভিনয়ে আর দেখা না গেলেও নিজের লেখালিখি, মিডিয়া হাউস, প্রযোজনা সংস্থা, সবকিছু মিলিয়ে তার আয়ও ছাড়িয়ে যায় অক্ষয় কুমারকে।
নবাব পত্নী কারিনা কাপুরও একই পথের পথিক। যদিও পৈতৃক সম্পত্তি সাইফ আলী খানের অনেক। তবে মাসিক কিংবা বাৎসরিক আয় কারিনা কাপুরেরই বেশি থাকে শেষমেশ। সাইফের ছবির তুলনায় এখনও দর্শকের আগ্রহ কারিনা কাপুরের ছবিতে। আর তাই সাইফ একটি ছবির জন্য ১০ কোটি পেলেও সেখানে কারিনা পায় ছবিপ্রতি পারিশ্রমিক ১২ কোটি।
এই তালিকায় অভিষেক ঐশ্বর্যের কথা না বললেই নয়। বলিউডে বাবা কিংবা স্ত্রীর মতো অভিনয় দিয়ে তিনি মোটেও তেমন শক্ত অবস্থান তৈরি করতে পারেননি। মাস শেষে তাই স্ত্রীরই বেশি আয় হয় বচন সংসারে।
কিছুদিন আগে গাঁটছড়া বেঁধেছিলেন ক্যাটরিনা কাইফ আর ভিকি কৌশল। তাদের জুটিও চোখে পড়ার মতো। একজন বলিউডে রীতিমতো প্রতিষ্ঠিত অভিনেত্রী আর অন্যজনের জনপ্রিয়তা তেমন বেশি নয়। জনপ্রিয়তার পাশাপাশি আয়ও ভিকির চেয়ে শতগুণ বেশি ক্যাটরিনা কাইফের।
সূত্র: সংবাদ প্রতিদিন

Search
Categories
- Art
- Causes
- Crafts
- Dance
- Drinks
- Film
- Fitness
- Food
- Games
- Gardening
- Health
- Home
- Literature
- Music
- Networking
- Other
- Party
- Religion
- Shopping
- Sports
- Theater
- Wellness
Read More
KetoFlow Gummies 800mg Reviews: The Truth About This Popular Supplement
KetoFlow Gummies Australia Each supplement association that conveyances its thing seems to...
Feel the Power of the Ancients – Himalayan Natural Ancient Shilajit
What Are Himalayan Natural Ancient Shilajit?
Himalayan Natural Ancient Shilajit are...
MMOexp BnS NEO Classic Gold: The Importance of Early Resource Gathering
Blade & Soul NEO Classic Gold Guide
Blade & Soul Neo Classic, the revitalized version of...
How Do Glueless Lace Front Wigs Work
Glueless Wigs are one type of wigs where hair strands are single- knotted or double-knotted...
ELD.gg Faction Power Struggles: How New World Brings PVP to Life
New World, Amazon’s ambitious venture into the MMORPG genre, offers an experience that both...