চাকরি হারিয়ে ক্ষতিপূরণ পাচ্ছেন টুইটার কর্মকর্তারা
Posted 2022-10-30 04:52:32
0
4K
টুইটারের মালিকানা ইলন মাস্কের হাতে আসার পরপরই চাকরি হারিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা পরাগ আগারওয়াল, প্রধান অর্থ কর্মকর্তা নেড সেগাল ও প্রধান নিরাপত্তা কর্মকর্তা বিজয় গাদ্দে।
টুইটারের এ সাবেক ত্রিমূর্তি চাকরি হারালেও একেবারে খালি হাতে ফিরতে হচ্ছে না তাদের। চাকরি পূর্বচুক্তি, বকেয়া ও গত বছরের কাজের পুরস্কার হিসেবে তিনজন প্রায় ১০০ মিলিয়ন ডলারের মতো ক্ষতিপূরণ পাচ্ছেন।
এর মধ্যে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা পরাগ আগারওয়াল পাচ্ছেন ৫০ মিলিয়ন, প্রধান অর্থ কর্মকর্তা নেড সেগাল ৩৭ মিলিয়ন ও প্রধান নিরাপত্তা কর্মকর্তা বিজয় গাদ্দে ১৭ মিলিয়ন ডলার।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ইলন মাস্ক এক টুইটে টুইটার কেনার বিষয়টি নিশ্চিত করেন। টুইটার কেনার পরপরই সংশ্লিষ্ট এ তিন কর্মকর্তাকে বরখাস্তের ঘোষণা দেন মাস্ক। বর্তমানে মাস্ক নিজেই প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন। এতে করে বর্তমানে মাস্কই হচ্ছেন বিশ্বের শীর্ষ ধনী প্রধান নির্বাহী কর্মকর্তা।
ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সামনের মাসগুলোতে টুইটারের আরও কর্মী ছাঁটাই হতে পারে। টুইটারের মালিকানা ইলন মাস্ক কিংবা বর্তমান কর্তৃপক্ষ যার হাতেই থাকুক না কেন, প্রতিষ্ঠানটিতে কর্মী ছাঁটাই হবে।
এর মধ্যে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা পরাগ আগারওয়াল পাচ্ছেন ৫০ মিলিয়ন, প্রধান অর্থ কর্মকর্তা নেড সেগাল ৩৭ মিলিয়ন ও প্রধান নিরাপত্তা কর্মকর্তা বিজয় গাদ্দে ১৭ মিলিয়ন ডলার।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ইলন মাস্ক এক টুইটে টুইটার কেনার বিষয়টি নিশ্চিত করেন। টুইটার কেনার পরপরই সংশ্লিষ্ট এ তিন কর্মকর্তাকে বরখাস্তের ঘোষণা দেন মাস্ক। বর্তমানে মাস্ক নিজেই প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন। এতে করে বর্তমানে মাস্কই হচ্ছেন বিশ্বের শীর্ষ ধনী প্রধান নির্বাহী কর্মকর্তা।
ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সামনের মাসগুলোতে টুইটারের আরও কর্মী ছাঁটাই হতে পারে। টুইটারের মালিকানা ইলন মাস্ক কিংবা বর্তমান কর্তৃপক্ষ যার হাতেই থাকুক না কেন, প্রতিষ্ঠানটিতে কর্মী ছাঁটাই হবে।
প্রতিবেদন অনুযায়ী, টুইটারের বর্তমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আগামী বছরের শেষ নাগাদ কোম্পানির কর্মীদের বেতন বাবদ বরাদ্দ থেকে ৮০ কোটি ডলার কাটছাঁটের পরিকল্পনা করেছে। এর মানে হলো, প্রতিষ্ঠানটির প্রায় এক-চতুর্থাংশ কর্মশক্তিকে বিদায় নিতে হবে।
এ বছরের এপ্রিলে টুইটার কেনার আগ্রহ প্রকাশ করেন ইলন মাস্ক। এরপর বিশ্বজুড়েই শুরু হয় আলোড়ন। তবে মে মাসে যোগাযোগমাধ্যমটি কেনার চুক্তি থেকে সরে আসার কথা বলেন মাস্ক। তার অভিযোগ টুইটারের বট এবং স্পাম অ্যাকাউন্টের সংখ্যা কত, তা নিয়ে সঠিক তথ্য দিচ্ছে না প্রতিষ্ঠানটি। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাদানুবাদ শুরু হয়। একপর্যায়ে একে অপরের বিরুদ্ধে মামলা করে তারা।
ক্রয় প্রক্রিয়া এগিয়ে নিতে বাধ্য করার জন্য ডেলাওয়্যার চ্যান্সারি আদালতে মাস্কের নামে মামলা করে টুইটার কর্তৃপক্ষ। পরে আদালতের নির্দেশে ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কিনতে ২৮ অক্টোবর পর্যন্ত সময় সীমা বেঁধে দেয়া হয়।
বুধবার (২৬ অক্টোবর) টুইটার কার্যালয়ে যান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। টুইটার ক্রয় চুক্তিতে আদালতের বেঁধে দেয়া সময়সীমা শুক্রবার (২৮ অক্টোবর) শেষ হওয়ার কথা ছিল। শেষমেশ নির্ধারিত সময়ের মধ্যেই চুক্তিটি সম্পন্ন করলেন ইলন মাস্ক।
সূত্র: ব্লুমবার্গ
এ বছরের এপ্রিলে টুইটার কেনার আগ্রহ প্রকাশ করেন ইলন মাস্ক। এরপর বিশ্বজুড়েই শুরু হয় আলোড়ন। তবে মে মাসে যোগাযোগমাধ্যমটি কেনার চুক্তি থেকে সরে আসার কথা বলেন মাস্ক। তার অভিযোগ টুইটারের বট এবং স্পাম অ্যাকাউন্টের সংখ্যা কত, তা নিয়ে সঠিক তথ্য দিচ্ছে না প্রতিষ্ঠানটি। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাদানুবাদ শুরু হয়। একপর্যায়ে একে অপরের বিরুদ্ধে মামলা করে তারা।
ক্রয় প্রক্রিয়া এগিয়ে নিতে বাধ্য করার জন্য ডেলাওয়্যার চ্যান্সারি আদালতে মাস্কের নামে মামলা করে টুইটার কর্তৃপক্ষ। পরে আদালতের নির্দেশে ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কিনতে ২৮ অক্টোবর পর্যন্ত সময় সীমা বেঁধে দেয়া হয়।
বুধবার (২৬ অক্টোবর) টুইটার কার্যালয়ে যান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। টুইটার ক্রয় চুক্তিতে আদালতের বেঁধে দেয়া সময়সীমা শুক্রবার (২৮ অক্টোবর) শেষ হওয়ার কথা ছিল। শেষমেশ নির্ধারিত সময়ের মধ্যেই চুক্তিটি সম্পন্ন করলেন ইলন মাস্ক।
সূত্র: ব্লুমবার্গ
Sponsored
Search
Categories
- Art
- Causes
- Crafts
- Dance
- Drinks
- Film
- Fitness
- Food
- Games
- Gardening
- Health
- Home
- Literature
- Music
- Networking
- Other
- Party
- Religion
- Shopping
- Sports
- Theater
- Wellness
Read More
চাকরি হারাচ্ছেন অ্যামাজনের ১০ হাজার কর্মী
টুইটার ও মেটার পর এবার কর্মী ছাঁটাই শুরু করেছে আরেক টেক জায়ান্ট অ্যামাজন। প্রতিষ্ঠানটি প্রায় ১০...
I was still using my career Goyard and productivity to run from things
we spotted big fluffy and Goyard Bags Outlet other ready to wear items across the globe with...
Do You Get Viagra Headaches?
Viagra is one of the most well-known treatments for erectile dysfunction (ED), helping millions...
Storm sets WNBA aid history inside 111-100 gain at Chicago
STORM SETS WNBA Assistance Heritage Within just 111-100 Earn AT CHICAGO
Seattle information 37...
এক বছরে বিকাশে প্রবাসী আয় দ্বিগুণ
বিকাশের মাধ্যমে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স আসা এক বছরের ব্যবধানে দ্বিগুণ হয়ে গেছে। আর চার...